shono
Advertisement
WB Assembly Election 2026

'চতুর্থবার মুখ্যমন্ত্রী হোন মমতা', ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকেই সমর্থনের বার্তা হিন্দিভাষীদের

বড়বাজারে 'লিট্টি চোখা উৎসবে' হাজির তৃণমূল নেতৃত্বকে বার্তা দিলেন তাঁরা।
Published By: Sucheta SenguptaPosted: 09:35 AM Jan 05, 2026Updated: 01:59 PM Jan 05, 2026

স্টাফ রিপোর্টার: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূলকে পূর্ণ সমর্থনের বার্তা দিলেন হিন্দিভাষীরা। রবিবার বড়বাজারে শুরু হল 'লিট্টি চোখা উৎসব'। সেই উৎসবেই আমন্ত্রিত ছিলেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব। তাঁদের সামনে রেখেই বিজেপির ধর্মীয় ভেদাভেদের রাজনীতি বিসর্জন দিয়ে হিন্দিভাষী নেতৃত্বের স্পষ্ট বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে দাঁড়িয়ে তাঁকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে জয়ী করে আনতে হবে। আর তা বাস্তবায়িত করতে পূর্ণ সমর্থনে নামবেন হিন্দিভাষীরা।

Advertisement

বরাবর এই 'লিট্টি চোখা উৎসবে'র আয়োজন করেন উত্তর কলকাতার তৃণমূল নেতা কৃষ্ণপ্রতাপ সিং। তিনি স্থানীয় তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সভাপতি। রবিবারের এই উৎসবের হাজির হয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত, ডা. সুদীপ্ত রায়, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, বাবুন বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর অয়ন চক্রবর্তী। ভাঙা পা নিয়ে হুইল চেয়ারে এসেছিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

রবিবার বড়বাজারে শুরু হল 'লিট্টি চোখা উৎসব'। নিজস্ব ছবি।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেন, "যাঁরা বিহার থেকে এসেছেন অথচ এখানে থাকেন, কোনও ভেদাভেদের রাজনীতিতে পা দেবেন না। উন্নয়নের নিরিখে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসতে চলেছে।" কুণাল ঘোষ বলেন, "আমরা যারা বাংলায় কথা বলি, এই বাংলা যেমন সেই বাঙালিদের রাজ্য। আবার অন্য রাজ্য থেকে এসে বংশ পরম্পরায় এখানেই থেকে গিয়েছেন, বা হয়তো রুটিরুজির জন্য এখানেই যাঁরা থাকেন, বাংলাকে ভালোবাসেন, এই বাংলার মাটিটাই তাঁদের জীবন হয়ে উঠেছে, এই বাংলা তো তাঁদেরও। এখানে ধর্ম বা ভাষা দিয়ে কোনও ভেদাভেদ বিজেপি করতে পারবে না।" তাঁর আবেদন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ৯৩টা প্রকল্পের সুবিধা বাংলা ভাষা বললেও পাওয়া যাবে, হিন্দি বললেও পাওয়া যাবে কিংবা উর্দু ভাষা বললেও পাওয়া যায়। উন্নয়নটাই আসল কথা। যে কোনও ভেদাভেদের রাজনীতিকে ব্যর্থ করে দিয়ে তাই একযোগে তৃণমূলের পাশে থাকুন।''  'লিট্টি চোখা উৎসবে'র আয়োজক তথা তৃণমূল নেতা কৃষ্ণপ্রতাপ সিংয়ের স্পষ্ট বক্তব্য, "আমরা বিহারের হিন্দিভাষীরা শপথ নিয়ে বলছি, আবার তৃণমূলকে জেতাব।"

বড়বাজারের অনুষ্ঠানে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।নিজস্ব ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার থেকে বড়বাজারে শুরু হল 'লিট্টি চোখা উৎসব'।
  • তৃণমূল নেতা কৃষ্ণপ্রতাপ সিংয়ের উদ্যোগে হাজির ছিলেন দলের শীর্ষ নেতৃত্ব।
  • আগামী নির্বাচনে তৃণমূলকেই সমর্থনের বার্তা উত্তর কলকাতার হিন্দিভাষীদের।
Advertisement