shono
Advertisement

জেলে ভরার হুমকির জের, শুভেন্দুকে স্বাধিকার ভঙ্গের নোটিস মন্ত্রীর, তদন্তের নির্দেশ স্পিকারের

আগামী অধিবেশনের আগে তদন্তের গোপন রিপোর্ট জমা করতে হবে।
Posted: 02:04 PM Mar 11, 2023Updated: 02:42 PM Mar 11, 2023

নব্যেন্দু হাজরা: রাজ্যের মন্ত্রীকে হুমকি দেওয়ার জের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিস আনলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। সেচমন্ত্রীর আনা নোটিস গ্রহণ করে তদন্তের নির্দেশও দিয়েছেন স্পিকার। আগামী অধিবেশনের আগে তদন্তের গোপন রিপোর্ট জমা করতে হবে বলে জানিয়ে দেন বিধানসভার অধ্যক্ষ।

Advertisement

শুক্রবার বিধানসভায় বিধানসভায় (Assembly) নজিরবিহীন তরজায় জড়ান বিরোধী দলনেতা এবং রাজ্যের মন্ত্রী। দলবদল প্রসঙ্গে কটাক্ষ, পালটা কটাক্ষের মধ্যে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের (Partha Bhowmick) উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, ”এক মাসের মধ্যে ঢুকিয়ে দেব।” যা নিয়ে বিধানসভার অন্দরে তুমুল হইহট্টগোল শুরু হয়। পরে সাংবাদিক বৈঠকে পার্থ ভৌমিক এর তীব্র প্রতিবাদ করেন পালটা বলেন, ”দেশে আইন আছে। আমায় জেলে ঢোকাতে গেলে কোনও কজ থাকতে হবে। আমায় যাঁরা চেনেন, তাঁরা জানেন আমি অসংসদীয় কথা বলি না।”

[আরও পড়ুন: ঋতুস্রাবের রক্ত পুজোয় ব্যবহার করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা! পুলিশের দ্বারস্থ গৃহবধূ]

এরপরই শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন রাজ্যের মন্ত্রী। এ প্রসঙ্গে পার্থ ভৌমিক বলেন, “আমি নিরাপত্তার অভাব বোধ করছি। বাইরে বেরলে আমার ক্ষতি হয়ে যেতে পারে। আমি একটা জেনারেল ডায়েরি করেছি। আমাকে নিরাপত্তা দেওয়া হোক। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেছি।” পুলিশে জানানোর পাশাপাশি বিধানসভায় স্বাধিকারভঙ্গের নোটিসও দেন তিনি। যার প্রেক্ষিতে শুভেন্দুর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়।

[আরও পড়ুন: সতীশ কৌশিকের ফার্ম হাউস থেকে উদ্ধার একাধিক ‘নিষিদ্ধ’ ওষুধের পাতা! অভিনেতার মৃত্যু ঘিরে রহস্য?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement