shono
Advertisement

উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয়ে আলোচনা, মুখ্যমন্ত্রীকে কফির আমন্ত্রণ রাজ্যপালের

সুপ্রিম কোর্টের পরামর্শ মতোই রাজভবনের এই আমন্ত্রণপত্র বলে রাজভবন সূত্রে খবর।
Posted: 09:54 AM Oct 13, 2023Updated: 09:54 AM Oct 13, 2023

স্টাফ রিপোর্টার: বিশ্ববিদ‌্যালয়ে উপাচার্য নিয়োগ-সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চেয়ে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ‌্যপাল সি ভি আনন্দ বোস (CV Aananda Bose)। রাজভবন সূত্রে খবর, বুধবার রাতেই রাজ্যেই একাধিক বিষয় নিয়ে আলোচনা চেয়ে কফি পানের আমন্ত্রণ জানিয়ে রাজ‌্যপাল চিঠি পাঠিয়েছেন মুখ‌্যমন্ত্রীকে। বৃহস্পতিবার সকালে সেই চিঠির প্রাপ্তি স্বীকারও করেছে নবান্ন। সুপ্রিম কোর্টের (Supreme Court) পরামর্শ মতোই রাজভবনের এই আমন্ত্রণপত্র বলে রাজভবন সূত্রে খবর।

Advertisement

রাজ্যের ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবি নিয়ে গত ৯ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে বৈঠক করে রাতেই দিল্লি যান রাজ‌্যপাল। সেখান থেকে আপাতত তিনি কেরলে। মহালয়ার পর ১৫ বা ১৬ অক্টোবর কলকাতা ফেরার কথা বোসের। তারপরই মুখ‌্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চেয়ে চিঠি গিয়েছে রাজভবন (Rajbhaban) থেকে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ‘‘রাজ্যপাল আলোচনা চেয়েছেন। এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমরা বারবার এই কথা বলেছিলাম।’’

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: এ কোন অস্ট্রেলিয়া! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও মুখ থুবড়ে পড়লেন স্মিথরা]

বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের করা মামলায় সুপ্রিম কোর্টে রাজ‌্যপাল প্রশ্নের মুখে পড়েছিলেন। গত ৬ অক্টোবরের সেই শুনানিতে বোসকে সাত দিনের মধ্যে হলফনামা দিয়ে জবাব দিতে বলে নোটিসও জারি করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, রাজ‌্যপাল আর কোনও বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে পারবেন না। যে উপাচার্যদের নিয়োগ করা হয়েছে, তাঁরাও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেতন পাবেন না। একই সঙ্গে মুখোমুখি বসে সম‌স‌্যা মেটানোর পরামর্শও দেওয়া হয়। সুপ্রিম কোর্টের মন্তব‌্য, মতপার্থক্য থাকতেই পারে! তাই বলে কি দুটো মানুষ কফির টেবিলে বসে আলোচনা করতে পারে না? মুখোমুখি বসলে অনেক সমস্যার সহজে সমাধান হয়। সুপ্রিম কোর্টের সেই মন্তব্যেই বৈঠক করতে চেয়ে মুখ‌্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ‌্যপাল।

[আরও পড়ুন: ODI World Cup 2023: শার্দূলের গলায় সোনার মেডেল পরিয়ে দিলেন কোহলি, কিন্তু কেন?]

অবশ‌্য রাজ‌্যপাল চাইলেও সেই বৈঠক কবে হবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ, চিকিৎসকের নির্দেশে মুখ‌্যমন্ত্রী আপাতত গৃহবন্দি। ২৭ তারিখ রেড রোডে কার্নিভালের দিন তিনি বেরোবেন বলে এদিন নিজেই মুখ‌্যমন্ত্রী জানিয়েছেন। সেই আসরে রাজ‌্যপালেরও উপস্থিত থাকার কথা। নবান্ন (Nabanna) সূত্রে খবর, সেক্ষেত্রে বৈঠক হবে ২৭ তারিখ বা তার পরপরই। এমনিতেই বিজয়ার শুভেচ্ছা জানাতে প্রতি বছর রাজভবন যান মুখ‌্যমন্ত্রী। তখনই এই বৈঠক হওয়ার সম্ভাবনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement