স্টাফ রিপোর্টার: অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য বড় খবর। পুরনো পদ্ধতিতে যাঁরা উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন বা যাঁরা আগামীর উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ হবেন, তাঁরাও দ্বাদশের সেমেস্টার পরীক্ষায় বসতে পারবেন। এমনই সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "এটা সম্পূর্ণ পড়ুয়াদের উপর নির্ভর করবে। তাঁরা চাইলে নিজেরাই সেমেস্টার পদ্ধতিতে মাইগ্রেট করতে পারবেন। না-ও করতে পারেন। পুরো প্রক্রিয়াই অনলাইনে করতে পারবেন পড়ুয়া নিজেই।" সংসদ জানিয়েছে, আগামী ২৫ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে এই সংক্রান্ত আবেদন জানানো যাবে। অর্থাৎ প্রায় এক মাস সুযোগ মিলবে। সে ক্ষেত্রে পড়ুয়াদের কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে 'অপশন ফর্ম' পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে। তবে এ ক্ষেত্রে পড়য়াদের প্র্যাক্টিক্যাল পরীক্ষার বিষয়গুলিও সেমেস্টার পদ্ধতির মধ্যে নিয়ে আসা হবে। তখন স্কুলের তরফে পুনরায় পড়ুয়াদের পরীক্ষার নম্বরগুলি কাউন্সিলের পোর্টালে আপলোড করতে হবে।
উল্লেখ্য, চলতি বছরে শেষবারের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষা পুরনো পাঠ্যক্রমে হয়েছে। তাই প্রশ্ন উঠতে শুরু করেছিল, যাঁরা এ বার পুরানো পদ্ধতিতে টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না, তাঁরা তো সেমেস্টার পদ্ধতিতে পড়াশোনা করেননি। তাঁদের কি আবার নতুন সেমেস্টার পদ্ধতিতে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক দিতে হবে?
ধন্দের অনেকটাই সমধান করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।