নিরুফা খাতুন: পৌষেই উর্ধ্বমুখী তাপমাত্রা। অবশেষে হাঁড়কাপানো শীতের থেকে সাময়িক স্বস্তি পেল দক্ষিণবঙ্গবাসী। পারদ পৌঁছল ১৩ ডিগ্রির ঘরে। তবে দার্জিলিংয়ে প্রবল সম্ভাবনা রয়েছে তুষারপাতের। চার জেলা ভিজতে পারে বৃষ্টিতে।
হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমীঝঞ্ঝার জেরেই বদলেছে আবহাওয়া। আজ অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। কলকাতা ও শহরতলির সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলার তাপমাত্রা ঘোরাফেরা করবে ১০ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে। তবে এই মনোরম পরিবেশ দীর্ঘস্থায়ী হবে না। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের পারা পতনের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। যার জেরে কুয়াশার দাপট বাড়বে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ সহ-বেশ কয়েকটি জেলায়।
দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ও শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। সান্দাকফু, ঘুম, ধোত্রে মানেভঞ্জন, চটকপুরের মতো উঁচু পার্বত্য এলাকা সাক্ষী হতে পারে তুষারপাতের। জানা গিয়েছে, দার্জিলিং সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।
