সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একরত্তি মেয়ের নানা কাণ্ডকারখানা সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী এবং তাঁর অভিনেতা-স্বামী সুদীপ সরকার। ২০২৫ সালের মার্চে তাঁদের কোল আলো করে এসেছিল মেয়ে তিষ্যা। সেই তিষ্যার নানা মজার কাণ্ডকারখানার সাক্ষী হয়েছেন সোশাল মিডিয়ার দৌলতে অনিন্দিতা ও সুদীপের অনুরাগীরা। কিন্তু সেসব পোস্ট করলেও মেয়ের মুখ কখনওই সামনে আনেননি তাঁরা। যদিও তাঁদের অনুরাগীরা খুদের মুখ দেখার জন্য ব্যাকুল হয়েছেন বইকি। তাঁদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে পয়লা জানুয়ারিতেই মেয়ে তিষ্যার মুখ প্রকাশ্যে আনলেন অনিন্দিতা ও সুদীপ।
সুদীপ ও মেয়ের সঙ্গে তোলা একগুচ্ছ ছবি পোস্ট করেই এদিন সকলকে নতুন বছরের শুভেচ্ছাও জানান অনিন্দিতা। ক্যাপশনে লেখেন, 'হ্যাপি নিউ ইয়ার, সবাইকে ইংরিজি নববর্ষের শুভেচ্ছা, ভালো কাটুক ২০২৬। উইদ ভালোবাসা ফ্রম তিষ্যা অ্যান্ড ফ্যামিলি।' অনিন্দিতার এই পোস্টে তাঁদেরও নতুন বছরের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। শুধু তাই নয়, অভিনেত্রীর ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মীরাও ওই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। ভালোভাসা জানিয়েছেন তাঁদের একরত্তি মেয়েকেও। সেই তালিকায় রয়েছেন সন্দীপ্তা সেন, ইশা সাহা, মানালি মনীষা দে-সহ আরও অনেকে।
কিছুদিন আগেই এক রবিবাসরীয় সকালে মেয়ের নানা খুনসুটির ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন অনিন্দিতা। অনিন্দিতার সেই পোস্টে দেখা গিয়েছিল, জানালার ধারে শীতের পোশাকে সেজে রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে মেয়ে। মাথায় পরেছে একটি হনুমান টুপি। ঠাকুমার সঙ্গে বাড়ির ওই জানালাতে বসেই পথচলতি মানুষের সঙ্গে নাকি আলাপ জমায় তাঁদের একরত্তি। ক্যাপশনেই তা খোলসা করে অনিন্দিতা। লিখেছিলেন, ‘তোষক জেঠু, সবজি জেঠু, বাসন জেঠু, গ্যাস জেঠু সকলের সঙ্গে কথা বলাটা জরুরী, কথা বলা হয়ে গেলে টাটা করতে হয়…আর জানলা বেয়ে ওঠার অ্যাডভেঞ্চার তো আছেই, শীতের সকাল বলে কথা এবং বাবার হনুমান টুপি ইজ কনস্ট্যান্ট।’ ২০২২ সালের ২৬ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই তারকা জুটি। ‘চ্যাম্পিয়ন’, ‘তুমি আসবে বলে’, ‘কুসুমদোলা’, ‘কে আপন কে পর’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন সুদীপ ৷ অন্যদিকে ‘গুড্ডি’, ‘ধুলোকণা’, ‘পটলকুমার গানওয়ালা’, ‘ভুতু’, ‘করুণাময়ী রাণী রাসমণি’-র মতো সুপারহিট সিরিয়ালে অভিনয় করেছেন অনিন্দিতা ৷
