স্টাফ রিপোর্টার: স্কুলে স্কুলে রাজ্য সঙ্গীত 'বাংলার মাটি, বাংলার জল' গাওয়া নিয়ে জিটিএ-র সঙ্গে ভুল বোঝাবুঝি নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বাংলার কৃষ্টি-সংস্কৃতি বজায় রাখতে রাজ্যজুড়েই প্রতিটা স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটি গাওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। পাহাড়ের স্থানীয় জিটিএ প্রশাসনের কয়েকজন প্রাথমিকভাবে সিদ্ধান্ত মানতে চাননি বলে প্রথমে জানা যায়।
তবে শিক্ষামন্ত্রী বিষয়টি পুরো গুজব বলে জানান। স্পষ্ট করে দেন, ভুল বোঝাবুঝির বিষয় নেই। স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বকে প্রাধান্য দেওয়া উচিত। শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডলে জানিয়েছেন, তিনি জিটিএ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আলোচনা করেছেন। যে কোনও মূল্যে অখণ্ডতা রক্ষার কথা মাথায় রেখে রাজ্য সঙ্গীত স্কুলের প্রার্থনা সভায় গাওয়া হবে।
সকালের প্রার্থনার সময় রাজ্য সঙ্গীত গাওয়ার বিষয়ে জিটিএ কর্তৃপক্ষ তাদের মতামত প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে জিটিএ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা একটি পরামর্শ দিয়েছে যাতে স্পষ্ট করে বলা হয়েছে যে, স্কুলগুলিতে সকালের প্রার্থনা পরিচালনার সময় স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্ব বিবেচনা করা উচিত। এখানে কোনও ভুল বোঝাবুঝি নেই।
