shono
Advertisement
Accident

সাতসকালে দুর্ঘটনা কলকাতায়, স্কুটিতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু মহিলার, জখম স্বামী

ট্যাংরার কাছে দুর্ঘটনার তদন্তে নেমেছে ট্রাফিক পুলিশের ফ্যাটাল স্কোয়াড।
Published By: Sucheta SenguptaPosted: 10:15 AM Mar 28, 2025Updated: 10:57 AM Mar 28, 2025

অর্ণব আইচ: সাতসকালে শহর কলকাতার কেন্দ্রস্থলে দুর্ঘটনা। শুক্রবার স্কুটিতে চড়ে যাওয়ার সময়ে কলকাতার পুরসভার ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। গুরুতর জখম অবস্থায় তাঁর স্বামী ভর্তি এনআরএস হাসপাতালে। দুর্ঘটনাস্থলে পৌঁছে খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে ট্রাফিক পুলিশের ফ্যাটাল স্কোয়াড। পুরসভার ডাম্পারের ধাক্কায় এহেন দুর্ঘটনার জেরে ডাম্পারের গতি নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement

ট্যাংরার ৬৯, ডিসি দে রোডের বাসিন্দা এক দম্পতি। শুক্রবার সকালে তাঁরা স্কুটিতে চড়ে যাচ্ছিলেন। ৩৬ নং ডিসি দে রোডের কাছে কলকাতা পুরসভার ডাম্পারটি স্কুটিতে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে পড়ে যান তাঁরা। দু'জনকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জখম অবস্থায় স্বামী চিকিৎসাধীন। কারওরই পরিচয় পাওয়া যায়নি এখনও। স্ত্রীর দেহের ময়নাতদন্ত হবে এই হাসপাতালেই। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ট্রাফিক পুলিশের ফ্যাটাল স্কোয়াড। জখম ব্যক্তির জ্ঞান ফিরলে তাঁকে জিজ্ঞাসবাদ করতে চান তদন্তকারীরা।

পুরসভার ডাম্পারের ধাক্কায় এভাবে স্কুটি দুর্ঘটনা ও প্রাণহানি নিয়ে প্রশ্ন উঠেছে। ডাম্পারের গতি ঠিক ছিল কিনা, চালক কি স্কুটি দেখেও কোনও পদক্ষেপ নেননি? এসব প্রশ্ন উঠছে। ডাম্পারের কোনও ত্রুটি পেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে খবর। শহর কলকাতার দুর্ঘটনা নতুন নয়। পথ নিরাপত্তা নিয়ে হাজার সতর্কতা সত্ত্বেও অনেকেই ট্রাফিক আইন ঠিকমতো মেনে চলেন না বলে বিপদ ঘটে যায়। এক্ষেত্রেও তেমন কিছু ঘটল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ট্যাংরার কাছে পথ দুর্ঘটনা, মৃত্যু স্ত্রীর, জখম স্বামী।
  • স্কুটিতে ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনা।
  • তদন্তে নেমেছে ট্রাফিক পুলিশের ফ্যাটাল স্কোয়াড।
Advertisement