অর্ণব আইচ: ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন ঝামেলা। আর তার জেরে খাস কলকাতায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দাপাদাপি! হরিদেবপুর এলাকার ঘটনায় আটক এক যুবক। কী কারণে সে আচমকা বন্দুক হাতে হামলা চালাতে উদ্যত হল, তা অজ্ঞাত। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কিত সাধারণ মানুষজন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে হরিদেবপুর থানার পুলিশ। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানার চেষ্টা চলছে।
ঘটনা রবিবারের। হরিদেবপুরের জাগরণী সাংস্কৃতিক সংঘের মাঠে দুই দলের ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। মাঠে খেলা চলাকালীন দুদলের খেলোয়াড়দের মধ্যে সাময়িক বাকবিতন্ডা শুরু হয়। অভিযোগ, তা থামানোর চেষ্টার মাঝেই আচমকা এক যুবক পকেট থেকে পিস্তল বের করে তেড়ে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয় মাঠে। অভিযোগ, বিবদমান এক পক্ষকে ভয় দেখানোর জন্য অপর পক্ষের কোনও সদস্য এই কাজ করেছে।
এভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তেড়ে আসা যুবকের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে থানায় লিখিত অভিযোগ জানানো হয়। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে এক যুবককে আটক করে। তার হাতেই বন্দুক দেখা গিয়েছিল। এই ঘটনায় এলাকার নিরাপত্তার পাশাপাশি প্রশ্ন উঠছে, এভাবে হাতে হাতে বন্দুক মিলছে কীভাবে? যে কোনও জায়গায় এভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর প্রবণতা থাকে দুষ্কৃতীদের। ক্রিকেট মাঠে কীভাবে তারা তাণ্ডব চালাল, কেন আগে থেকে নিরাপত্তা পরীক্ষা হয়নি, এসব প্রশ্নও উঠছে। হরিদেবপুর থানার পুলিশ সবদিক খতিয়ে দেখছে। কোথা থেকে অস্ত্র পেল আটক যুবক, তা জানতে মরিয়া তদন্তকারীরা। এই সূত্রে দেখা হচ্ছে কোন পথে শহরে এত অস্ত্র ঢুকছে।