নিরুফা খাতুন: সরস্বতী পুজোয় তেমন ঠান্ডা ছিল না। বেশ উষ্ণই ছিল বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তবে প্রেমদিবসের আগে শীতবিলাসীদের জন্য সুখবর। একধাক্কায় বেশ কিছুটা কমল রাজ্যের তাপমাত্রা। এক রাতে প্রায় পাঁচ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় আরও কমবে সর্বনিম্ন তাপমাত্রা। সবমিলিয়ে জেলায় জেলায় আগামী ৪৮ ঘন্টা শীতের আমেজ বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৯ থেকে ৮৯ শতাংশ। মূলত দিনভর আকাশ পরিষ্কারই থাকবে। রাজ্যজুড়ে বজায় থাকবে হালকা শীতের আমেজ। বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার চাদরে মুখ ঢাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলি। দার্জিলিং, কালিম্পং ভিজতে পারে হালকা বৃষ্টিতে।
[আরও পড়ুন: রোগের ভয় তুচ্ছ করে প্রেমের জোয়ারে HIV পজিটিভ যুগল, সাত পাকে বাঁধা পড়লেন সুনীতা-সৌমিত্র]
আগামী মঙ্গলবার নতুন করে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ ও অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে অসম এবং নাগাল্যান্ডের কিছু এলাকায়। উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায় বুধবার পর্যন্ত ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে হাওয়া বইবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির কিছু অংশ এবং উত্তরপ্রদেশে হাওয়া বইবে।