shono
Advertisement

Breaking News

এক অদ্ভূত পারিবারিক ছবি নিয়ে হাজির কঙ্কনা সেনশর্মা

চলতি বছরের টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে কঙ্কনার পরিচালিত এই ছবি৷ The post এক অদ্ভূত পারিবারিক ছবি নিয়ে হাজির কঙ্কনা সেনশর্মা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:04 PM Jul 28, 2016Updated: 04:34 PM Jul 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী হিসাবে আগেই নিজের প্রতিভা দর্শকদের কাছে তুলে ধরেছেন কঙ্কনা সেনশর্মা৷ এবার পরিচালনায়ও নিজের প্রতিভার ছাপ রাখতে চলেছেন পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেনের মেয়ে ‘কোকো’৷

Advertisement

বলিউডে তাঁর প্রথম ছবি ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ছবিটিকে নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে৷ ভৌতিক এবং রহস্যের আবেশে ৩ মিনিট ২২ সেকেন্ডের ট্রেলার যেন অন্তরের অতৃপ্তিকে আরও খানিকটা বাড়িয়ে দেয়৷ আদিবাসীদের গ্রামে বনেদি বাবুয়ানা, মদ এবং যৌনতার পাশাপাশি অশরীরীর আরাধনা, রাতের প্রেক্ষাপটে ট্রাইবাল ভৌতিক গান – সব মিলিয়ে ছবির আকর্ষণকে কয়েকগুণ বাড়িয়ে দেয়৷

ছবিতে অভিনয় করতে দেখা যাবে কল্কি  কোয়েচলিন, রণবীর শোরে, বিক্রম মাসে, ওম পুরি, তনুজা, তিলোত্তমা সোম এবং গুলশন দেভাইয়াকে৷

প্রসঙ্গত, কঙ্কনার শেষ স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘নয়নতারাস নেকলেস’-এ কঙ্কনার সঙ্গে অভিনয় করেছিলেন তিলোত্তমা সোম এবং গুলশন দেভাইয়া৷

সুটুর ভূমিকায় বিক্রম মাসে ট্রেলারেই নজর কেড়েছেন৷ শান্তশিষ্ট যুবকের বাড়ির সদস্যদের ঠাট্টার পাত্র হয়ে ওঠা, অনবদ্য রোম্যান্স, বন্ধুত্ব, ভয় এবং আচমকাই ছোট্ট মেয়ে তানির হারিয়ে যাওয়া – সব মিলিয়ে এক অদ্ভুত যাত্রার গল্প বলেছেন কঙ্কনা তাঁর নতুন ছবির ট্রেলারে৷

জানা গিয়েছে, চলতি বছরের টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে কঙ্কনার পরিচালিত এই ছবি৷

দেখে নিন  ছবির ট্রেলারটি:

The post এক অদ্ভূত পারিবারিক ছবি নিয়ে হাজির কঙ্কনা সেনশর্মা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement