shono
Advertisement

Breaking News

ট্রেনের টিকিট বাতিল করে দু’বছর পর যাত্রী ফেরত পেলেন ৩৩ টাকা!

কী যুক্তিতে কেটে নেওয়া হল টাকা? জানালেন খোদ যাত্রী। The post ট্রেনের টিকিট বাতিল করে দু’বছর পর যাত্রী ফেরত পেলেন ৩৩ টাকা! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:26 AM May 09, 2019Updated: 11:26 AM May 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কনফার্ম না হওয়ায় ট্রেনের টিকিট বাতিল করেছিলেন। দীর্ঘ দু’বছর ধরে সেই বাতিল টিকিটের টাকা ফেরত পাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন এক ইঞ্জিনিয়ার। কিন্তু প্রাপ্য টাকা কিছুতেই ফেরত পাচ্ছিলেন না। অবশেষে অপেক্ষা মিটল। টিকিট বাতিলের অর্থ পেলেন যাত্রী। জানেন কত টাকা পেলেন তিনি? ৩৩ টাকা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। সার্ভিস ট্যাক্স কেটে দু’বছর পর হাতে এই টাকাই এসেছে তাঁর।

Advertisement

[আরও পড়ুন: নাগরিকপঞ্জি চূড়ান্ত জুলাই ৩১-এর মধ্যে, নির্দেশ সুপ্রিম কোর্টের]

২০১৭ সালের এপ্রিল কোটা থেকে দিল্লি যাওয়ার জন্য গোল্ডেন টেম্পেল মেলে টিকিট বুক করেছিলেন বছর তিরিশের সুজিত স্বামী। তখনও এদেশে জিএসটি চালু হয়। তবে যাত্রার দিন ছিল ২০১৭ সালের ২ জুলাই। অর্থাৎ জিএসটি চালুর ঠিক পরের দিন। টিকিটের মূল্য ছিল ৭৬৫ টাকা। ওয়েটিং লিস্টে নাম ছিল তাঁর। কিন্তু শেষমেশ টিকিট কনফার্ম না হওয়ায় তা বাতিল করে দেন। সেই অর্থ ফেরত পেতে আইআরসিটিসি-র সঙ্গে লড়াই চালাচ্ছিলেন ওই যুবক। হিসেব মতো ৬৬৫ টাকা ফেরত পেতেন তিনি। কিন্তু জিএসটি কেটে সে টাকা পেলেন না। সুজিত বলেন, “ওয়েটিং লিস্টে থাকলে ওই টিকিট বাতিলের জন্য ৬৫ টাকা কাটার কথা। কিন্তু কেটে নেয় ১০০ টাকা। টাকা ফেরত পাওয়ার অপেক্ষায় ছিলাম। কিন্তু যতবারই টাকার কথা জিজ্ঞেস করেছি, আইআরসিটিসি থেকে বলা হয়েছে, দিচ্ছি-দেওয়া হবে।” অদ্ভুতভাবে জিএসটি চালুর আগে কাটা টিকিটের উপরও জিএসটি হিসেবে আরও ৩৫ টাকা কেটে নেওয়া হয়।

এই প্রসঙ্গে আইআরসিটিসি-র তরফে জানানো হয়, রেলমন্ত্রকের কমার্সিয়াল সারকুলারের ৪৩ নম্বর নিয়ম অনুযায়ী, টিকিট আগে কাটা হলেও জিএসটি চালুর পর যদি কেউ তা বাতিল করেন, সেক্ষেত্রে সার্ভিস ট্যাক্সের টাকা ফেরত পাওয়া যাবে না। সেই কারণেই ৬৫ টাকার সঙ্গে ৩৫ টাকা যোগ করে মোট ১০০ টাকা কেটে নেওয়া হয়েছিল। পরে অবশ্য জানানো হয়েছিল, ১ জুলাই ২০১৭-র আগে বুক করা টিকিট ও তা বাতিলের ক্ষেত্রে সার্ভিস ট্যাক্স ফেরত দেওয়া হবে। তাই সেই ৩৫ টাকাও ফেরত পাবেন সুজিত। কিন্তু ১ মে ২০১৯-এ তাঁর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে ৩৩ টাকা। ক্ষুব্ধ সুজিত বলছেন, “টাকা ফেরত পাওয়ার জন্য গত একবছর প্রচুর ছোটাছুটি করেছি। ওরা ক্ষতিপূরণ তো দিলই না, উলটে দু’টাকা কেটে নিল।” উল্লেখ্য, সুজিত একা নন। এমন ৯ লক্ষ যাত্রী রয়েছেন, যাঁরা ১ জুলাই থেকে ১১ জুলাই ২০১৭-র মধ্যে টিকিট বাতিল করায় সার্ভিস ট্যাক্স কেটে নেওয়া হয়েছে। যার হিসেব দাঁড়ায় ৩ কোটি ৩৪ লক্ষ টাকা।

[আরও পড়ুন: হিংসার জের, পশ্চিম ত্রিপুরার ১৬৮টি বুথে পুনর্নির্বাচন ১২ মে]

The post ট্রেনের টিকিট বাতিল করে দু’বছর পর যাত্রী ফেরত পেলেন ৩৩ টাকা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement