shono
Advertisement

ক্লাস নেন না অধ্যাপকরা, স্টাফরুমে তালাবন্দি করে রেখে ‘শাস্তি’ অধ্যক্ষার

কৃষ্ণনগর উইমেন্স কলেজে অচলাবস্থা৷ The post ক্লাস নেন না অধ্যাপকরা, স্টাফরুমে তালাবন্দি করে রেখে ‘শাস্তি’ অধ্যক্ষার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:18 PM Jul 07, 2018Updated: 05:50 PM Jun 07, 2019

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: ফের অধ্যক্ষা বনাম কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের গণ্ডগোল৷ আর তাতেই শত্রুতার ছবি ধরা পড়ল নদিয়ার কৃষ্ণনগর উইমেন্স কলেজে৷ ঠিকমত ক্লাস নেন না এই অভিযোগে ১৮জন অধ্যাপক-অধ্যাপিকাকে স্টাফরুমে তালা লাগিয়ে দেন অধ্যক্ষা৷ আটকে রাখা হয় তাঁদের ব্যাগ-সহ অন্যান্য জিনিসপত্রও৷ আপাতত স্টাফ রুমেই তালাবন্দি ওই অধ্যাপক-অধ্যাপিকারা৷

Advertisement

এই ঘটনার সূত্রপাত হয় শুক্রবার দুপুরে৷ অধ্যাপক-অধ্যাপিকাদের অভিযোগ, অধ্যক্ষা এই কলেজে আসার পর থেকেই তাঁদের সঙ্গে সহযোগিতা করেন না ৷ এমনকি, তাঁদের বদলি বা প্রমোশনও আটকে দিচ্ছেন অধ্যক্ষা৷ অধ্যক্ষা মানবী বন্দ্যোপাধ্যায় ঠিকমত কলেজে আসেন না বলেও অভিযোগ তাঁদের৷ অধ্যাপক-অধ্যাপিকাদের দাবি, অধ্যক্ষার জন্যই কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে৷ অধ্যক্ষার বিরুদ্ধে একাধিক অভিযোগ জানাতে জেলাশাসকের সঙ্গেও দেখা করেন অধ্যাপক-অধ্যাপিকারা৷

[প্রবেশিকা বিতর্কে এখনও উত্তাল যাদবপুর, দাবিপূরণ না হওয়ায় অনশন পড়ুয়াদের]

অধ্যাপক-অধ্যাপিকারা কলেজে আসলেও, ক্লাস নেন না বলে পালটা অভিযোগ অধ্যক্ষা মানবী বন্দ্যোপাধ্যায়ের৷ তিনি বলেন, ‘‘ক্লাস না নিয়ে জেলাশাসকের কাছে যাওয়ায় ক্ষতি হয়েছে পড়ুয়াদের৷ ক্লাস না নিয়ে, না জানিয়ে কলেজে দীর্ঘক্ষণ না থাকায় স্টাফরুমে তালা দিয়েছি অধ্যাপক-অধ্যাপিকাদের৷’’ সরকারের কাছে বেতন না নিয়ে কাজ না করার মানসিকতা বরদাস্ত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অধ্যক্ষা৷ অধ্যাপক-অধ্যাপিকাদের ক্লাস ফাঁকির প্রতিবাদেই তাঁকে এভাবে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ মানবী বন্দ্যোপাধ্যায়ের৷

[‘তথাগতবাবুকে আমাদের দলে স্বাগত’, ফেসবুকে পালটা কটাক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়ের]

অধ্যক্ষার লড়াইয়ের জেরে সারারাত কলেজেই থাকতে হয় ১৮ জন অধ্যাপক-অধ্যাপিকাদের৷ স্টাফরুমে রাত থেকেই আটকে থাকেন অধ্যাপক-অধ্যাপিকারা৷ আটকে রাখা তাঁদের ব্যাগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্রও৷ শনিবার দুপুর পর্যন্ত বাড়ি ফিরতে পারেননি কেউই৷ খবর পেয়ে কলেজে কৃষ্ণনগর থানার পুলিশ যায়৷ তবে তাতেও সমস্যার সুরাহা হয়নি৷

The post ক্লাস নেন না অধ্যাপকরা, স্টাফরুমে তালাবন্দি করে রেখে ‘শাস্তি’ অধ্যক্ষার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement