সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে কুলদীপ যাদব (Kuldeep Yadav) মাত্র ৬ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। বারংবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ব্রাত্য থেকে গিয়েছেন কুলদীপ যাদব।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে চার উইকেট নিলেও পরবর্তী ক্ষেত্রে যে কুলদীপ অটোমেটিক চয়েস হবেন এমনটা বলা যাচ্ছে না। কিন্তু কেন? বারংবার তিনি ব্রাত্য থেকে যান কেন?
[আরও পড়ুন: সুহেল-ইংসন জুটির কামাল, কলকাতা লিগে ফের জয়ের সরণিতে মোহনবাগান]
সাংবাদিক বৈঠকে কুলদীপ বলেছেন, ”বেশিরভাগ ক্ষেত্রে পরিস্থিতি এবং দলের কম্বিনেশনের জন্য আমি দলে সুযোগ পাইনি। এখন এটা স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছে। প্রায় ছ’বছর হয়ে গেল আমি ক্রিকেট খেলছি। এই বিষয়গুলো এখন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন আর উইকেট নেওয়ার ব্যাপারে বেশি চিন্তাভাবনা করি না। কোন লেন্থে বল করব, প্রশেস নিয়েই বেশি ভাবনাচিন্তা করি।”
চোট সারিয়ে প্রত্যাবর্তন ঘটিয়েছেন কুলদীপ। সেই প্রসঙ্গে ভারতের এই তারকা স্পিনার বলছেন, ”চোট সারিয়ে ফেরার পর গত দেড় বছরে সঠিক লেন্থে বল করার চেষ্টা করে গিয়েছি। লেন্থ নিয়ে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি। উইকেট নেওয়ার কথা যদি বিবেচনা করা হয়, তাহলে বলব কখনও উইকেট পাওয়া যাবে কখনও নয়। পরিস্থিতিও গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের চার-পাঁচটা উইকেট দ্রুত চলে গেলে আমি বোলিংয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করি।”