সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের জেলে বন্দি সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের ক্যাপ্টেন ইমরান খান। এদিকে তাঁর নাম জড়িয়ে গেল বাংলা তথা ভারতবর্ষের 'মেলোডি কিং' কুমার শানুর (Kumar Sanu) সঙ্গে। সবই হয়েছে 'ডিপফেক' ভিডিওর মাধ্যমে। সোশাল মিডিয়ায় একথা জানিয়ে ভারত সরকারের কাছে বিশেষ আর্জি জানিয়েছেন শানু।
সোশাল মিডিয়ায় কুমার শানুর গানের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, ইমরান খানের কারাবাসের বর্ষপূর্তি উপলক্ষে পাক মুলুকে একটি গণ সমাবেশের আয়োজন করা হয়েছিল। তাতেই নাকি গান গেয়েছেন শানু। কিন্তু পরে জানা যায়, খবরটি ভুয়ো। আর তা জানিয়ে সংবাদ সংস্থা পিটিআইয়ে খবরও প্রকাশ করা হয়। সেই খবরের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় শেয়ার করেন শানু।
[আরও পড়ুন: বিদেশের মাটিতে বৃদ্ধকে ধাক্কা শাহরুখের! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য]
নিজের ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে কুমার শানু লিখেছেন, "সবাইকে জানাতে চাই যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য আমি কখনও গান গাইনি। ফেসবুকে যে অডিও ছড়িয়ে পড়েছে তা আমার কণ্ঠ নয়, AI ব্যবহার করে তৈরি করা হয়েছে। একদল মানুষ আমার সম্মানহানি করার চেষ্টা করছে, আর তাই আমি আমার সমস্ত অনুরাগীদের জানাতে চাই যে এই খবর ভুয়ো ও মিথ্যে।"
এর সঙ্গেই শানুর সংযোজন, "এটা তথ্যপ্রযুক্তির গুরুতর অপব্যবহার এবং ভারত সরকারের কাছে আমার অনুরোধ, AI এবং ডিপফেক প্রযুক্তির অপব্যবহার রোখার জন্য অবিলম্বে প্রয়োজনী পদক্ষেপ নেওয়া হোক। দয়া করে ভুল তথ্য ছড়াবেন না।" শোনা গিয়েছে, যে ভিডিওটি শানুর ভুয়ো ভিডিও তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে, তা ব্রিসবেনের এক অনুষ্ঠানের। অনুষ্ঠানটি নাকি চলতি বছরের শুরুতেই হয়েছিল। যেখানে কুমার শানু গান গেয়েছিলেন।