shono
Advertisement
Kunal Ghosh

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় ফিরলেন কুণাল

Published By: Paramita PaulPosted: 04:29 PM May 13, 2024Updated: 05:33 PM May 13, 2024

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় ফিরলেন কুণাল ঘোষ(Kunal Ghosh)। লোকসভা নির্বাচনে সপ্তম দফা ভোটের জন্য সোমবার তারকা প্রচারকের তালিকা প্রকাশ করে তৃণমূল। সেই তালিকায় নাম রয়েছে তাঁর। তারকা প্রচারকের তালিকায় প্রত্যাবর্তনের পর কী বলছেন দলের প্রাক্তন মুখপাত্র?

Advertisement

কুণাল ঘোষ বলেন, "আমি দলের সৈনিক। দল যখন যে কাজ দেবে, সেই কাজ করতে প্রস্তুত আমি।" উল্লেখ্য, চতুর্থ ও পঞ্চম দফা ভোটের তারকা প্রচারকের তালিকায় ছিল না তাঁর নাম। সপ্তম দফা অর্থাৎ ১ জুনের ভোটের আগে নির্বাচনী প্রচারে ফের 'স্বমহিমা'য় দেখে যাবে কুণালকে। সম্প্রতি কিছু বিতর্কিত মন্তব্যের জেরে দলীয় পদ, এমনকী তারকা প্রচারকের তালিকা থেকে বাদ পড়েছিলেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ। 

[আরও পড়ুন: সন্দেশখালি মামলা: এখনই পদক্ষেপ নয়, বিজেপি নেতা গঙ্গাধর কয়ালদের সাময়িক স্বস্তি হাই কোর্টে]

ঘটনার সূত্রপাত ১ মে। আমহার্স্ট স্ট্রিটে এক রক্তদান অনুষ্ঠানে গিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল। তিনি বলেন, প্রার্থী বা জনপ্রতিনিধি হিসাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) থেকে পিছিয়ে নেই তাপস। তাঁর দরজা সারা দিন, সারা রাত দলের কর্মী এবং সাধারণ মানুষের জন্য খোলা থাকে। ঘটনাচক্রে সেই মন্তব্য করার কয়েক ঘণ্টা পরই তৃণমূলের তরফে বিবৃতি দিয়ে কুণালকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানোর কথা জানানো হয়। ২ মে তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ পড়েন। পদ এবং তারকা প্রচারকের তকমা হারানোর পর থেকে বারবার অতীতের স্মৃতি হাতড়েছেন কুণাল। এর মাঝেই ডেরেক ও ব্রায়েনের দপ্তরেও গিয়েছিলেন তিনি। ব্রাত্য বসুর মধ্যস্থতায় বৈঠকও হয় বলে সূত্রের খবর। তার পর থেকে ফের 'স্বমহিমা'য় দেখা গিয়েছে। এবার ফের দলের তারকা প্রচারকের তালিকায় ফিরল তাঁর নাম। 

[আরও পড়ুন: ‘কেউ নাগরিকত্ব খোয়ালে আমি থুতু চাটব’, CAA নিয়ে চ্যালেঞ্জ মিঠুনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় ফিরলেন কুণাল ঘোষ।
  • লোকসভা নির্বাচনে সপ্তম দফা ভোটের জন্য সোমবার তারকা প্রচারকের তালিকা প্রকাশ করে তৃণমূল।
  • সেই তালিকায় নাম রয়েছে তাঁর।
Advertisement