Advertisement
প্রেমে বাধা পরিবার! কুণালের হস্তক্ষেপে যুগলের চার হাত এক
কুণালের সামনেই আংটি বদল যুগলের।
তিনি রাজনীতিবিদ, সাংবাদিকও বটে। তাবড় তাবড় রাজনীতিকদের কাত করেন কথার প্যাঁচে। কিন্তু মঙ্গলবার ঘাটালে এক অন্য মেজাজে ধরা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ছবি: সুকান্ত চক্রবর্তী
তাঁর স্নেহভাজন সন্দীপ বারিকের ছেলেবেলার প্রণয়ের সম্পর্ক বিয়েতে রূপান্তরিত হচ্ছিল না। বাধা হয়ে দাঁড়াচ্ছিল প্রেমিকার পরিবার। শেষে 'অভিভাবক' কুণাল ঘোষের হস্তক্ষেপেই মিটল সমস্যা। ছবি: সুকান্ত চক্রবর্তী।
সন্দীপের প্রেমিকা রুমা গুইনে পরিবারের সঙ্গে নিজে কথা বলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। পরিবারের সদস্যদের বোঝান তিনি। ছবি: সুকান্ত চক্রবর্তী
শেষে সন্দীপ-রুমার বিয়েতে রাজি হন পরিবারের সদস্যরা। এদিন কুণাল ঘোষের সামনে আংটি বদল সেরে ফেলেন সন্দীপ-রুমা। ছবি: সুকান্ত চক্রবর্তী
Published By: Paramita PaulPosted: 05:01 PM Jan 17, 2023Updated: 05:02 PM Jan 17, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ