shono
Advertisement

Kuntal Ghosh: ‘দিল্লির সঙ্গে সেটিং করেছেন গোপাল দলপতি’, ফের বিস্ফোরক কুন্তল ঘোষ

আরও একবার রাজনৈতিক প্রতিহিংসারও অভিযোগ তুলেছেন কুন্তল।
Posted: 06:29 PM Nov 17, 2023Updated: 06:44 PM Nov 17, 2023

অর্ণব আইচ: চাপ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনই অভিযোগ বারবার শোনা গিয়েছে কুন্তল ঘোষের মুখে। শুক্রবার বিস্ফোরক নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন যুব তৃণমূল নেতা। তাঁর দাবি, দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে গোপাল দলপতি ‘সেটিং’ করেছেন। সে কারণেই তাঁকে গ্রেপ্তার করছে না সিবিআই। আরও একবার রাজনৈতিক প্রতিহিংসারও অভিযোগ তুলেছেন কুন্তল।

Advertisement

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh) গ্রেপ্তারির পর থেকে বারবার শিরোনামে জায়গা করে নেন গোপাল দলপতি। সামনে আসে তাঁর স্ত্রী তথা অভিনেত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নামও। তবে শোরগোলের মাঝে আচমকা উধাও হয়ে যান গোপাল দলপতি। অবশেষে দিল্লিতে খোঁজ মেলে গোপালের। তাঁর বিপুল সম্পত্তির সন্ধানও পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তা সত্ত্বেও তদন্তকারীদের স্ক্যানারে থাকা গোপাল দলপতি কেন গ্রেপ্তার হননি সে প্রশ্ন তুললেন কুন্তল ঘোষ।

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে নিহতদের পরিবারকে চাকরি, মমতার ঘোষণায় সিলমোহর মন্ত্রিসভার]

তিনি আরও বলেন, “নিয়োগে কোনও দুর্নীতি হয়নি। আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এখানে তদন্ত বলে কিছু হচ্ছে না। আমি গোপাল দলপতির নাম সিবিআইকে বলেছি। কিন্তু সিবিআই কোনও ব্যবস্থা নেয়নি। গোপাল দলপতিকে কেন গ্রেপ্তার করল না? উনি দিল্লিতে সেটিং করেছেন। যারা টাকা তুলেছে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। সিবিআইয়ের কোনও ক্ষমতাই নেই।” এর আগেও কুন্তল ঘোষের দাবি নিয়ে কম জলঘোলা হয়নি। নিয়োগ দুর্নীতির ধৃতের এদিনের বিস্ফোরক দাবির জল কতদূর গড়ায়, তা এখন দেখার।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘ভারতীয় দলের প্র্যাকটিসে গেরুয়া জার্সি কেন?’, গৈরিকীকরণ নিয়ে সরব মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement