সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন তিনেক আগেই জাতীয় রেকর্ড গড়েছেন। পাভো নুর্মি গেমসে ৯০ মিটারের কাছাকাছি জ্যাভলিন ছুঁড়েছিলেন। কিন্তু আক্ষেপ ছিল নিজের কেরিয়ারের সেরা পারফরম্যান্সের পরও ওই প্রতিযোগিতায় সোনা জেতা হয়নি। এবার সেই আক্ষেপ মিটিয়ে নিলেন নীরজ চোপড়া। ফিনল্যান্ডেরই কোর্টেন গেমসে ফের সোনা জিতলেন নীরজ। অলিম্পিকের পর এটাই তাঁর প্রথম সোনা।
টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) জ্যাভলিন থ্রো করেই মুষ্টিবদ্ধ হাত ছুঁড়ে দিয়েছিলেন আকাশে। বুঝে গিয়েছিলেন, বাজিমাত করেছেন। দ্বিতীয় ভারতীয় হিসাবে অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতার পর অবশ্য নীরজ কিছুদিন বিশ্রামে ছিলেন। আসলে অলিম্পিকের অভাবনীয় সাফল্যের পর এত সম্মান, এত সংবর্ধনা পেয়েছেন যে সেভাবে মাঠে নামাই হয়নি। চিন্তা ছিল ফের কোর্টে ফিরে নিজের পুরনো জাদু তিনি ফেরাতে পারবেন কিনা?
[আরও পড়ুন: দলে সুযোগের টোপ দিয়ে পাক মহিলা ক্রিকেটারকে যৌন হেনস্তা! অভিযুক্ত কোচ সাসপেন্ড]
দিন তিনেক আগে পাভো নুর্মি গেমসে নেমেই অবশ্য সেসব উদ্বেগ ফুৎকারে উড়িয়ে দেন ভারতের সোনার ছেলে। ফিনল্যান্ডের ওই প্রতিযোগিতায় ৮৯.৩০ মিটার থ্রো করে নিজেরই জাতীয় রেকর্ড ভাঙেন নীরজ। সেদিন অবশ্য তাঁর ঝুলিতে সোনা আসেনি। এসেছিল রুপো। সেদিনের সেই আক্ষেপ শনিবার কোর্টেন গেমসে (Kuortane Games) মেটালেন নীরজ । এদিন বৃষ্টিভেজা ট্র্যাকে নীরজ ৮৬.৬৯ মিটার ছোঁড়েন। আগের দিনের থেকে কম ছুঁড়লেও এদিন সোনা এসেছে তাঁর ঝুলিতে।
[আরও পড়ুন: নিজের মৃত ছেলের বান্ধবীর সঙ্গে প্রেম, বিতর্কে কিংবদন্তি জার্মান ফুটবলার মাইকেল বালাক]
নীরজ অবশ্য এখানেই থামতে রাজি নন। তাঁর লক্ষ্য ৯০ মিটার ছোঁড়া। সেই টার্গেট এখনও পূরণ হয়নি। তাছাড়া সামনে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। সেদিকেও নজর রয়েছে তরুণ অ্যাথলিটের। জুলাইয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপকেই পাখির চোখ করছেন তিনি। তাছাড়া সামনে কমনওয়েলথ গেমসও রয়েছে। সেখানে নজির গড়ে দেশকে ফের পদক এনে দিতে তিনি বদ্ধপরিকর।