সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli), এবি ডিভিলিয়ার্স নন, এমনকী কোনও নাইট ক্রিকেটারও নন। সোমবার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের পর শিরোনামে আরসিবির কিউয়ি পেসার কাইল জেমিসন। তাঁকে নিয়েই আলোচনা চলছে নেটদুনিয়ায়।
কিন্তু কেন হঠাৎ করে খবরে নিউজিল্যান্ডের এই ক্রিকেটার? আসলে, সোমবার রাতের ম্যাচের পর থেকেই নেটদুনিয়ায় জেমিসনের একটি ছবি ভাইরাল হয়েছে। তখন ম্যাচের দশম ওভার। ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে আরসিবি। বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স ফিরে গিয়েছেন। হঠাৎই ক্যামেরা ঘোরে কোহলিদের ডাগ আউটের দিকে। দেখা যায়, সেখানে রেফ্রিজারেটরের সামনে প্যাড পরে বসে আছেন জেমিসন। তাঁর আট নম্বরে নামার কথা ছিল। তিনি তখন দলের মহিলা ম্যাসাজ থেরাপিস্ট নবনীতা গৌতমের দিকে তাকিয়ে হাসছেন।
[আরও পড়ুন: নিউজিল্যান্ডের পথে হেঁটে এবার পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ডও]
সেই ছবিই ধরা পড়ে যায় ক্যামরায়। এরপরই তা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। একের পর এক মজার মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। কেউ লেখেন, “আপনি তো অন্য ম্যাচে ব্যস্ত।” অপর এক নেটিজেন লেখেন, “কলেজ ক্যান্টিনে ফাইনাল ইয়ারের ছাত্র প্রথম বর্ষের ছাত্রীকে পটানোর চেষ্টা করছেন।” কেউ আবার পরিচিত এক বিজ্ঞাপনী প্রচারের ট্যাগলাইন ব্যবহার করে মন্তব্য করেন, “মেন উইল বি মেন”।
একজন ক্রিকেটপ্রেমী আবার টুইট করেন, “আপনার দল মাঠে সমস্যার মধ্যে রয়েছে। আর আপনি ডাগআউটে স্কোর করছেন। দারুণ খেলছেন জেমিসন।” আরেকজনের দাবি, “কেকেআর ম্যাচে নয়, জেমিসন আগ্রহী মাঠের বাইরের অন্য ম্যাচে।” আরেক অনুরাগী টুইট করেন, “আরসিবি ম্যাচ হারতে পারে, তবে জেমিসন নিশ্চিতভাবেই কিছু জিতলেন।”