shono
Advertisement

Breaking News

খুন করা হয়েছে চিকিৎসক চান্দ্রেয়ীকে, পোস্টমর্টেম রিপোর্টে মিলল তদন্ত সূত্র

পুনরায় তদন্তে ঝাঁপাচ্ছে পুলিশ৷ The post খুন করা হয়েছে চিকিৎসক চান্দ্রেয়ীকে, পোস্টমর্টেম রিপোর্টে মিলল তদন্ত সূত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 03:04 PM Jul 14, 2018Updated: 03:34 PM Jul 14, 2018

অর্ণব আইচ: গত মে মাসে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছিল চিকিৎসক চান্দ্রেয়ী দাস চৌধুরির৷ কিন্তু মৃত্যুর কারণ সম্পর্কে ধন্দে ছিলেন পুলিশ আধিকারিকরা। দু’মাস পর, গত মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসেছে পুলিশের। নয়া সূত্র পেয়ে, এবার জোরকদমে তদন্তে নেমেছে পুলিশ৷ নিশ্চিত হয়ে বলছেন খুনই করা হয়েছে মৃতাকে৷

Advertisement

[ছাত্র আন্দোলনের চাপে নতিস্বীকার, প্রেসিডেন্সিতে মেধাতালিকা প্রকাশ]

গত ২২ মে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছিল পেশায় চিকিৎসক চান্দ্রেয়ী দাস চৌধুরিকে৷ কলকাতার মেঘনাদ সাহা সরণিতে নিজেদের বাড়িতে মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন ৪৮ বছরের ওই মহিলা৷ জানা যায়, ঘটনার দিন সন্দেহজনক অবস্থায় ঘরে তাঁকে পড়ে থাকতে দেখেন বাড়ির লোকেরাই৷ তাঁরাই নিয়ে যান এসএসকেএম হাসপাতালে৷ সেখানে চান্দ্রেয়ী দাস চৌধুরিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ মামলা রুজু হয়, রবীন্দ্র সরোবর থানায়৷ তদন্ত শুরু করেন পুলিশ৷ কিন্তু মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয় ধন্দ্ব৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারছিল না পুলিশ৷ চলতি মাসের ১০ তারিখ মৃতা চান্দ্রেয়ী দাস চৌধুরির ময়নাতদন্তের রিপোর্ট হাতে পান তাঁরা৷

[মৃত শিশুর চোখ উধাও, কাঠগড়ায় এসএসকেএম হাসপাতাল]

পুলিশ সূত্রে খবর, সেই রিপোর্ট থেকেই তদন্তে নয়া দিশা পেয়েছেন তদন্তকারীরা৷ তাঁদের স্পষ্ট ধারনা গলা টিপেই খুন করা হয়েছে চিকিৎসক চান্দ্রেয়ী দাস চৌধুরিকে৷ আর এর পিছনে রয়েছে পরিচিত কারও হাত৷ ইতিমধ্যে পুরোদমে ঘটনার তদন্তে আবারও ঝাঁপিয়ে পড়েছেন রবীন্দ্র সরোবর থানার পুলিশ আধিকারিকরা৷ খুনের পিছনে কী মোটিভ রয়েছে তা খতিয়ে দেখতে চাইছেন তাঁরা৷ সম্পত্তিগত কারণ নাকি ব্যক্তিগত রোষানলে খুন তা খুঁজে বের করতে চাইছে পুলিশ৷ পাশাপাশি শনিবার, স্যর সৈয়দ আহমেদ রোডে উদ্ধার হয়েছে এক কিশোরের মৃতদেহ৷ ঘটনার তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ৷

The post খুন করা হয়েছে চিকিৎসক চান্দ্রেয়ীকে, পোস্টমর্টেম রিপোর্টে মিলল তদন্ত সূত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement