সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাক লড়াই শেষ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেই (Champions Trophy 2025) ফের মুখোমুখি হতে চলেছে দুই দেশ।
সেই ম্যাচটি হবে কোথায়? উল্লেখ্য চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করছে পাকিস্তান। সেই টুর্নামেন্টে ভারত-পাক লড়াই হবে কোথায়? ম্যাচের কেন্দ্র নিয়ে চলছে জল্পনা। চলছে চর্চা। আইসিসির কাছে পিসিবি যে ক্রীড়াসূচি পাঠিয়েছে তাতে লাহোরেই খেলার কথা ভারতের। ভারত-পাক ম্যাচও হওয়ার কথা সেই লাহোরেই।
[আরও পড়ুন: ‘অপারেশন’ পাকিস্তান ক্রিকেট! ভারতের কাছে লজ্জার হারের পর বদলের ইঙ্গিত বর্ডারের ওপারে]
ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ এখন আর হয় না। আইসিসি টুর্নামেন্টেই দেখা হয় দুদেশের। দীর্ঘদিন পাকিস্তানে ভারত খেলতে যায় না। এশিয়া কাপের আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু ভারতের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কায়। পাকিস্তানে টিম ইন্ডিয়া পাঠানোর সবুজ সঙ্কেত দেয়নি ভারত সরকার। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক ম্যাচ হওয়ার কথা লহোরে। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির খসড়া ইতিমধ্যেই আইসিসি-কে দিয়েছে পাকিস্তান। সংবাদমাধ্যমের খবর এমনটাই। সূচি অনুযায়ী, ২০ দিনের টুর্নামেন্টের ১৫টি ম্যাচের ৫টি ম্যাচ রাওয়ালপিন্ডিতে, ৩টি করাচি আর ৭টি ম্যাচ হওয়ার কথা লাহোরে। ভারতের সবকটি ম্যাচই হওয়ার কথা লাহোরে। অতীতেও দেখা গিয়েছে, শেষ মুহূর্তে গিয়ে ম্যাচের কেন্দ্র বদলে গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি হাইব্রিড মডেল ব্যবহার করা হবে। এখনও পর্যন্ত হাইব্রিড মডেল নিয়ে কোনও আলোচনাই হয়নি।
নতুন বছরের ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচ হবে চ্যাম্পিয়ন্স ট্রফির। করাচিতে হবে সেই ম্যাচ। দুটো সেমিফাইনাল হওয়ার কথা ছিল করাচি ও রাওয়ালপিণ্ডিতে। ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। সেই ম্যাচও হওয়ার কথা লাহোরে। ভারত শেষ চারে পৌঁছলে সেই ম্যাচও হওয়ার কথা সেই লাহোরেই।