সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকেই সাধারণ মানুষের হাতে টাকা নেই৷ আর তা নিয়ে ঝামেলা চলছেই৷ রাজনৈতিক চাপানউতোরও মাথাচাড়া দিয়েছে৷ অবশ্য এ সবের মধ্যেই ক্যাশলেস হয়ে নজির গড়ল জম্মু-কাশ্মীরের প্রত্যন্ত গ্রাম লানুরা৷ নগদের বালাই নেই সেখানে৷ ক্যাশলেস লেনদেনেই খুশি গ্রামবাসী৷
ডিজিটাল লেনদেন নিয়ে বিস্তর তর্ক-বিতর্ক৷ ভারতের মতো দেশে আদৌ ক্যাশলেস ইকোনমি চালু করা সম্ভব কি না, তা নিয়ে আলোচনায় ব্যস্ত তাত্ত্বিকরা৷কাশ্মীরের লানুরা গ্রামের বাসিন্দারা অবশ্য মাথা ঘামাননি৷ ডিজিটাল লেনদেনে স্বনির্ভর হয়ে ওঠার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী৷ আর প্রধানমন্ত্রীর স্বপ্নপূরণে এগিয়ে এসেছেন তাঁরা৷ এ দুয়ের মধ্যে আর কোনও তত্ব-তথ্য প্রাচীর তুলতে পারেননি৷ ফলে দিব্যি ই-পেমেন্টেই কাজ হচ্ছে লানুরা গ্রামে৷ ইতিমধ্যেই গোয়া, পুদুচেরির অরোভিল-সহ বেশ কয়েকটি জায়গা ক্যাশলেস হওয়ার পথে হাঁটছে৷ এবার সেই পথ অনুসরণ করল লানুরা৷
জম্মু-কাশ্মীরের এক সরকারি আধিকারিক জানাচ্ছেন, গ্রামের প্রত্যেকটি পরিবারের একজন করে সদস্য ‘ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমে’-র বিষয়ে জানেন৷ এখনও পর্যন্ত গ্রামের ১৫০ জনকে এই ইপিসি সিস্টেমের প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ সিএসসি-র ই-গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেড এবং ন্যাশনাল ইনফরমেশন সেন্টারের কর্মীদের প্রচেষ্টার ফলেই এটা সম্ভব হয়েছে বলে জানান ওই সরকারি আধিকারিক৷
প্রসঙ্গত, দেশে কালো টাকা, দুর্নীতি রুখতে ডিজিটাল পেমেন্টকেই গুরুত্ব দিচ্ছে কেন্দ্র৷ এমনকি নোট বাতিলের পর দেশবাসী যাতে ই-পেমেন্টের দিকে ঝোঁকেন তারই প্রচেষ্টা চালানো হচ্ছে৷ উৎসাহ দিতে লটারি, ক্যাশব্যাক অফার অনেক কিছুই ঘোষণা হচ্ছে৷ তবে অনেক বিশেষজ্ঞরাই মনে করেন ভারতবর্ষের মত দেশে এত তাড়াতাড়ি নগদবিহীন অর্থনীতি তৈরি করা সম্ভব নয়৷ অথচ শ্রীনগর থেকে ৩০ কিলোমিটার দূরে লানুরার মত প্রত্যন্ত একটা গ্রাম যেন দেখিয়ে দিল ইচ্ছে থাকলে অসম্ভব কিছুই নয়৷ বস্তুত অর্থনীতির ভিত্তিতে দেশের ভিতর জাঁকিয়ে বসা শ্রেণি বৈষম্যকেই দূর করতে চাইছেন প্রধানমন্ত্রী৷ ডিজিটাল প্ল্যাটফর্মে একজন সাধারণ মানুষ ও একজন বিত্তবানের ফারাক ও প্রভাব ঘোচাতে সচেষ্ট তিনি৷ তবু ভারতবর্ষ আর তথাকথিত ইন্ডিয়ার মধ্যে একটা ব্যবধান নিয়ে প্রায়শই আলোচনা ওঠে৷ এ গ্রামের মানুষরা যেন দেখিয়ে দিলেন, ইচ্ছে আর উদ্যোগ থাকলে যে কোনও সীমারেখাই মুছে ফেলা যায়৷
The post নগদের বালাই নেই, ক্যাশলেস লেনদেনে নজির কাশ্মীরের এই গ্রামের appeared first on Sangbad Pratidin.