সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে রোহিত শর্মা (Rohit Sharma) নিজেকে ব্যাটিং অর্ডারে নামিয়ে নিয়ে যান সাত নম্বরে।
ক্যারিবিয়ানরা প্রথমে ব্যাট করে ১১৪ রান করে। রান তাড়া করতে নেমে ২২.৫ ওভারে ভারত ম্যাচ জিতে যায়। সাত নম্বরে নেমে হিটম্যান ১২ রানে অপরাজিত থেকে যান। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারত অধিনায়ক বলেন, ”পিচ যে এরকম আচরণ করবে তা আমি ভাবতে পারিনি। সিমার ও স্পিনার বান্ধব পিচ ছিল। আমাদের বোলাররা অল্প রানে বেঁধে রাখে ওয়েস্ট ইন্ডিজকে। ওয়ানডের জন্য যাঁরা দলে এসেছে, তাদের সুযোগ দিতে চেয়েছিলাম। যখন সম্ভব তখনই এভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবো। ১১৪ রানে ওয়েস্ট ইন্ডিজকে বেঁধে রাখার পর স্থির করি ওদের সুযোগ দিতে হবে। কারণ এমন সুযোগ বারবার পাওয়া যাবে না।” সেই কারণেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হয়েছিল টিম ইন্ডিয়ার।
[আরও পড়ুন: সাফল্য পেলেও দলে নিয়মিত নন কেন কুলদীপ? তারকা স্পিনার যা বললেন…]
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাত নম্বরে ব্যাট করে রোহিত হাঁটলেন স্মৃতির সরণি ধরে। ২০১১ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে-তে সাত নম্বরে ব্যাট করেছিলেন রোহিত। আর সেই বছরই ভারত বিশ্বকাপ জিতেছিল। তার পরে আবার বৃহস্পতিবার সাত নম্বরে ব্যাট করতে নামেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজে নস্ট্যালজিক শোনায় রোহিতকে, যখন তিনি বলেন, ”ভারতের হয়ে অভিষেক ওয়ানডেতে আমি সাত নম্বরে ব্যাট করেছিলাম।” সে অবশ্য আরও আগের কথা।
কিন্তু ২০১১ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে রোহিত শর্মা সুযোগ পাননি। সেই প্রসঙ্গে হিটম্যান বলছেন, ”২০১১ সাল আমাকে বড় সড় ধাক্কা দেয়। বিশ্বকাপ দলে আমি সুযোগ পাইনি। নিজেকে ছাড়া অন্য কাউকে দোষ দিই না এর জন্য। এর পরে নিজের খেলার দিকে নজর দিই। আমি বুঝতে পারি ভাল করতে না পারলে আমি ছিটকে যাব।”
এর পরেই নিজের খেলায় পরিবর্তন আনেন রোহিত। এখন তিনি জাতীয় দলের অধিনায়ক। আসন্ন বিশ্বকাপে রোহিত শর্মার দলকে নিয়ে স্বপ্ন দেখছে গোটা দেশ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে সাত নম্বরে নামলেন রোহিত। সামনে বিশ্বকাপ। ভারত কি এবার বিশ্বজয় করতে পারবে? সময় এর উত্তর দেবে।