shono
Advertisement

Breaking News

মন ছুঁয়েছে ভাষণ, মোদির বক্তৃতা নিয়ে গান গাইলেন লতা মঙ্গেশকর

ইতিমধ্যেই গানটি মন ছুঁয়েছে শ্রোতাদের৷ The post মন ছুঁয়েছে ভাষণ, মোদির বক্তৃতা নিয়ে গান গাইলেন লতা মঙ্গেশকর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:04 PM Mar 31, 2019Updated: 07:46 PM Mar 31, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়সের ভারে ন্যুব্জ তিনি৷ তাই গান আর সেভাবে শোনা যায় ভারতের সর্বকালের সেরা গায়িকার কন্ঠে৷ শুধুমাত্র নরেন্দ্র মোদির জন্য আবার গান গাইলেন লতা মঙ্গেশকর৷ অবাক লাগলেও, এটাই সত্যি৷ দেশের প্রধানমন্ত্রীর জন্য একটি গান রেকর্ড করে টুইট করলেন বর্ষীয়ান শিল্পী৷

Advertisement

[ আরও পড়ুন: চার মাসেই প্রেম উধাও! নিক-প্রিয়াঙ্কার বিয়ে ভাঙনের মুখে]

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী বোমা বিস্ফোরণ করে জইশ জঙ্গি৷ তাতে শহিদ হন অন্তত চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান৷ ভালবাসার দিন শ্বেতশুভ্র ভূস্বর্গ শহিদের রক্তে লাল হয়ে যায়৷ পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে গর্জে ওঠে গোটা দেশ৷ এই ঘটনায় ঠিক বারো দিনের মাথায় ২৬ ফেব্রুয়ারি মিরাজ ২০০০ বোমারু যুদ্ধবিমানের মাধ্যমে আকাশপথে পাকিস্তানে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা৷ টার্গেট পাকিস্তানের বালাকোটের জঙ্গিঘাঁটি৷ এয়ারস্ট্রাইকে ধ্বংস হয়ে যায় জঙ্গিদের বেশ কয়েকটি ডেরা৷

[ আরও পড়ুন: বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন ১০০ পরিচালকের!]

ঠিক সেদিনই রাজস্থানে একটি জনসভার আয়োজন করে বিজেপি৷ প্রধান বক্তা নরেন্দ্র মোদি৷ জনসভার শুরুতেই তিনি শ্রদ্ধা জানান পুলওয়ামা হামলায় শহিদদের৷ সেই ভাষণই এক্কেবারে মন ছুঁয়ে যায় লতা মঙ্গেশকরের৷ তিনি ঠিক করেন, ওই ভাষণের একাংশ নিয়ে গান গাইবেন৷ যেমন ভাবা, তেমনই কাজ৷ একটি আস্ত গান তৈরি ফেলেন গায়িকা৷ যার সুরকার ময়ূরেশ পাই৷ এরপর গানটি রেকর্ডও করেন বর্ষীয়ান সংগীতশিল্পী৷ নিজের টুইটার অ্যাকাউন্টে সে গানের ইউটিউব লিংক পোস্ট করেছেন। শুরুতেই শোনা যাচ্ছে লতা বলছেন, ‘‘নমস্কার, কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতা শুনেছিলাম। একটি কবিতার কিছু পংক্তি উনি আবৃত্তি করেছিলেন। আমার মনে হয়েছিল, সেটাই সব ভারতবাসীর মনের কথা। সেগুলো আমার মন ছুঁয়ে গিয়েছে৷ সেটিকেই আমি রেকর্ড করেছি৷ আজ দেশের শহিদদের এবং দেশবাসীকে উৎসর্গ করছি। জয় হিন্দ।’’ তারপরেই সুরেলা কণ্ঠে শুরু হয় গান৷ ‘‘সওগন্ধ মুঝে ইস মিট্টি কি, ম্যায় দেশ নেহি মিটনে দুঙ্গা, ম্যায় দেশ নেহি রুকনে দুঙ্গা, ম্যায় দেশ নেহি ঝুকনে দুঙ্গা।’’

[ আরও পড়ুন: বাবার কংগ্রেসে যোগদান নিয়ে কী বললেন সোনাক্ষী সিনহা?]

লতা মঙ্গেশকরের এই গান শুনে আপ্লুত প্রধানমন্ত্রীও। পালটা টুইট করেছেন তিনি৷ মোদি লেখেন, ‘‘এই গানের মাধ্যমে স্নেহ ও আশীর্বাদ আমার কাছে প্রেরণা হয়ে থাকবে৷’’ ইতিমধ্যে গানটি প্রায় কয়েক হাজার ইউটিউব ব্যবহারকারীরও নজর কেড়েছে৷ 

The post মন ছুঁয়েছে ভাষণ, মোদির বক্তৃতা নিয়ে গান গাইলেন লতা মঙ্গেশকর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement