সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বিশিষ্ট আইনজীবী তথা লুথরা অ্যান্ড লুথরা ল ফার্মের (Luthra and Luthra Law Offices) প্রতিষ্ঠাতা রাজীব লুথরা (Rajiv Luthra)। বয়স হয়েছিল ৬৭ বছর। সম্প্রতি অসুস্থতার কারণে দিল্লির মেদান্তা হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। বুধবার ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারই খ্যাতনামা আইনজীবীর শেষকৃত্য সম্পন্ন হবে।
বায়াকনের কিরণ মজুমদার-শ রাজীব লুথরার প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেছেন। তিনি লেখেন, “এই শোকসংবাদে আমি মর্মাহত। রাজীব ছিলেন একজন দুর্দান্ত এবং প্রকত অর্থে প্রাণবন্ত মানুষ। ওম শান্তি!” বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ লোধি শ্মশাণে বিশিষ্ট আইজীবীর শেষকৃত্য শুরু হওয়ার কথা।
[আরও পড়ুন: মর্মান্তিক! ভাইপোর বিয়ের আসরে নাচতে নাচতে মৃত্যু ভিলাই স্টিল প্ল্যান্টের ম্যানেজারের]
৩১ বছর বয়সে দিল্লি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়া শুরু করেন রাজীব। এর সাত বছর আগে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হন। আইন পাশ করার পর ১৯৮৯ সালে লুথরা অ্যান্ড লুথরা ল ফার্মের প্রতিষ্ঠা করেন। এরপর বিদ্যানুরাগী আইনজীবী ইংল্যান্ডের হারভার্ড বিশ্ববিদ্যালয়ে আইনের কিছু জটিল বিষয় নিয়ে অধ্যায়ন করেন। পরবর্তীকালে ‘প্রজেক্ট ফিন্যান্স’ এবং অন্য বিষয়ে কাজ করেছেন তিনি। প্রয়াত বিশিষ্ট আইনজীবীর স্ত্রী গায়েত্রী এবং দুই কন্যা রয়েছেন।