সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার 'লাভ জেহাদে'র মামলায় দোষিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হবে। নতুন আইন আনছে অসমের বিজেপি সরকার। জানালেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন তিনি বলেন, "আমরা নির্বাচনের সময় ‘লাভ জেহাদের’ কথা বলেছিলাম। শীঘ্রই সেই আইন আনা হচ্ছে, যাতে এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় দোষীর।"
রবিবার গুয়াহাটিতে ছিল রাজ্য বিজেপির বৈঠক। সেখানে লাভ জেহাদের বিষয়টি ছাড়াও হিমন্ত ঘোষণা করেন, সরকারি চাকরি পেতে হলে অসমে জন্ম হতেই হবে, এমন নিয়ম আনার বিষয়েও ভাবনাচিন্তা করছে সরকার। দলীয় সভায় অসমের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার "এক লক্ষ সরকারি চাকরিতে" অসমের আদিবাসীদের অগ্রাধিকার দিয়েছে। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হলে বিষয়টি স্পষ্ট হবে বলেও আশ্বাস দেন তিনি। এছাড়াও হিন্দু এবং মুসলিমদের মধ্যে সম্পত্তি বিক্রি নিয়েও নয়া আইনের কথা ভাবছে রাজ্য সরকার।
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলা: ‘কোনও অতিরিক্ত নিয়োগ হয়নি’, শীর্ষ আদালতে জানাল WBBSE]
প্রসঙ্গত, কদিন আগেই হিমন্ত দাবি করেন, ২০৪১ সালের মধ্যে মুসলিম সংখ্যাগুরু রাজ্য হয়ে উঠবে অসম।কারণ প্রতি ১০ বছরে মুসলিম জনসংখ্যা ৩০ শতাংশ হারে বাড়ছে। সেখানে প্রতি এক দশকে ১৬ শতাংশ হারে বাড়ছে হিন্দু জনসংখ্যা।যা মুসলিমদের তুলনায় অনেকটাই কম। অসমের মুখ্যমন্ত্রী আরও জানান, এখনই রাজ্যের জনসংখ্যার ৪০ শতাংশই মুসলিম।