shono
Advertisement

Breaking News

বিজেপির বাংলা বনধের বিরোধিতায় বামেরা, সমর্থন নেই কংগ্রেসেরও

বুধবার বনধ বিরোধী জনস্বার্থ মামলার শুনানি৷ The post বিজেপির বাংলা বনধের বিরোধিতায় বামেরা, সমর্থন নেই কংগ্রেসেরও appeared first on Sangbad Pratidin.
Posted: 07:55 PM Sep 25, 2018Updated: 07:55 PM Sep 25, 2018

ক্ষীরোদ ভট্টাচার্য: বিজেপির বনধকে পাত্তাই দিল না বাম-কংগ্রেস৷ রীতিমতো বিবৃতি জারি করে বনধের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করল সিপিএম৷ বামেদের সুরে সুর মিলিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও বিজেপির ডাকা বাংলা বনধকে পালটা চ্যালেঞ্জ ছুড়েছেন৷ শাসক তৃণমূলের তরফেও বনধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে৷ স্বাভাবিকভাবেই বাংলা বনধকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। অশান্তির আশঙ্কা রয়েছে শহরবাসীর মনে৷ বনধে অশান্তির আশঙ্কায় ইতিমধ্যেই বেশ কয়েকটি নামী বেসরকারি স্কুল ছুটি ঘোষণা করেছে৷ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে বলে খবর৷

Advertisement

[ইসলামপুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি, হাই কোর্টে মামলা এবিভিপি-র]

ইসলামপুরে দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বুধবার বনধ ডেকেছে বিজেপি৷ ১২ ঘণ্টার বাংলা বনধ ব্যর্থ করতে শুরু হয়েছে প্রশাসনিক উদ্যোগ৷ রাজনৈতিক ভাবেও বিজেপির পাশে দাঁড়িয়নি বাম ও কংগ্রেস৷ বনধকে সমর্থন করলেও খোদ গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন এবিভিপি পথে নামবে না বলে মঙ্গলবার সাফ জানিয়ে দেওয়া হয়েছে সংগঠনের তরফে৷ অন্যদিকে, বিজেপির ডাকা বনধকে বেআইনি ঘোষণার দাবিতে তৃণমূল সাংসদ ইদ্রিশ আলির দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি রয়েছে বুধবার সকালে৷ যদিও, হাই কোর্ট এর আগে বনধকে বেআইনি বলে আগেই নির্দেশিকা জারি করেছে৷ ফলে, আগামিকাল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানি নিয়েও আশাবাদী তৃণমূল সাংসদ৷ ফলে, বনধের আগের দিনে বেশ বিপাকে গেরুয়া শিবির৷  

[বনধে অশান্তি হলে দায় নিতে হবে প্রশাসনকে, আগাম হুঁশিয়ারি দিলীপের]

এদিনের এই বনধ প্রসঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক সূর্য মিশ্র সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘‘সাম্প্রদায়িক ও রাজনৈতিক মেরুকরণের উদ্দেশ্যে বিজেপি বনধ‌ ডেকেছে। আমরা বামপন্থীরা রাজ্যের মানুষের কাছে আবেদন করছি, এই বনধ‌ প্রত্যাখ্যান করুন। শান্তিপূর্ণভাবে জনজীবন অব্যাহত রাখুন। মুখ্যমন্ত্রী বিদেশ থেকে জল ঘোলা করেছেন৷ আর বিজেপি এখানে সেই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। দুই পক্ষই বাহুবলের আস্ফালন দেখাচ্ছে৷ কিন্তু এগুলি সিনেমার ফাইটের মতো।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের বামপন্থীদের অধিকার যাত্রা চলছে, বুধবারেও তা পথে থাকবে৷ ইসলামপুরের ছাত্রহত্যার ঘটনায় আমরা বামপন্থীরা উচ্চস্তরীয় বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে কারা দায়ী তা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি৷ মানুষকে এই দাবির পাশে থাকার আবেদন করছি৷’’

[শহরে ডেঙ্গুর বলি আরও এক, নার্সিংহোমে মৃত্যু যুবকের]

The post বিজেপির বাংলা বনধের বিরোধিতায় বামেরা, সমর্থন নেই কংগ্রেসেরও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement