বুদ্ধদেব সেনগুপ্ত: বিজেপি-তৃণমূলকে (BJP-TMC) একযোগে বিঁধতে জনপ্রিয় লোকসংগীতের আদলে প্রচারগান তৈরি করেছিল সিপিএম (CPM)। তারপর হালফিলের ‘টুম্পা সোনা’, ‘লুঙ্গি ডান্স’-এর মতো অতি জনপ্রিয় গানকে ভিত্তি করে সম্পূর্ণ রাজনৈতিক বার্তাবাহী প্যারোডি রচনা করে ফেলেছিলেন বামপন্থী গীতিকার, সুরকাররা। এবার বামপন্থীরা তৈরি করে ফেললেন আরও এক প্রচার সংগীত – উষা উত্থুপের বহু পরিচিত ‘উরি উরি বাবা’ গানের প্যরোডি। তাতেও আক্রমণের নিশানায় – ‘বিজেমূল’। মহিলাদের গাওয়া সমবেত সংগীতটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে। বামপন্থী (Left) কর্মী, সমর্থকদের সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই গান।
উষা উত্থুপের বহু জনপ্রিয় গান – ‘উরি উরি বাবা কী দারুণ’ এখনও আড্ডাস্থলে সদ্য যৌবন পেরনো তরুণ, তরুণীর মুখে মুখে ফেরে। এ ধরনের গান যাঁদের পছন্দ, তাঁরাও সকলে মনে রেখেছেন। যে কোনও সময় অন্তত তিন-চার কলি গেয়ে দেওয়া কোনও ব্যাপারই নয়। আর সিপিএম ছাত্র, যুবরা এই গানটিকে হাতিয়ার করেছে বিজেপি-তৃণমূলকে একযোগে বিঁধতে। গানের কথায় স্বাভাবিকভাবেই এসেছে অতি প্রাসঙ্গিক কয়েকটি বিষয়। আর্থিক কেলেঙ্কারি, সিবিআইয়ের হানা, নারদা মামলা, কয়লা-কোকেন কেলেঙ্কারিকে একযোগে বিঁধে গানের কথা – ‘বাংলা ঘুরে দেখতে পাবে সব বিজেপিই তৃণমূল’। পাশাপাশি মদন মিত্র-মুকুল রায়ের মধ্যে ‘সেটিং’-এর মতো মারাত্মক অভিযোগও উঠে এসেছে গানে গানে। তিন মিনিটেরও বেশি প্যারোডি গানটি শুনে বেশ উচ্ছ্বসিত বামেদের তরুণ প্রজন্ম।
[আরও পড়ুন: একুশের ভোটে মেদিনীপুরে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি, শেষবেলায় প্রচারে মোদি-শাহ ঝড়]
এর আগে ‘টুম্পা সোনা’, ‘লুঙ্গি ডান্স’-এর সুরে প্রচারগান বাঁধা, ‘হল্লা গাড়ি’তে চড়ে রাস্তায় রাস্তায় নেমে প্রচারে চমক লাগিয়েছে বামেদের যুব নেতৃত্ব। একুশের ভোটে বামেদের প্রচারে এই আমূল বদল দেখে চমকে যাচ্ছেন অনেকেই। বিশেষত প্রায় জনবিচ্ছিন্ন হয়ে পড়া পক্ককেশের সিপিএম নেতা, কর্মীরা নবপ্রজন্মের মন বুঝে যেভাবে লড়াইয়ে ফিরে আসতে চাইছে, তাকে ইতিবাচক হিসেবেই দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। সোশ্যাল মিডিয়ায় পোস্টারে যেমন ক্ষুরধার মেধার ছাপ রেখে যাচ্ছেন বামমনস্ক শিল্পীরা, তেমনই সাধারণ মানুষের বোধগম্য করে তুলতে আক্রমণের তির ছোড়া হচ্ছে সরাসরিই।
শুনুন নতুন প্যারোডি গান: