বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: আম্বেদকর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে এবার পথে নামছে বামফ্রন্ট। দেশজুড়ে মিছিল করবে ৫ শরিক দল। ঠিক হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর ওই কর্মসূচি পালিত হবে। রবিবার অজয় ভবনে ফ্রন্টের পাঁচ শরিক দল বৈঠক করে এ বিষয়ে ঐক্যমত্য হয়েছে। ঠিক হয়েছে, শুধু আম্বেদকর ইস্যুতেই নয়, 'এক দেশ, এক ভোট' নিয়েও প্রতিবাদে শামিল হবে তারা। এনিয়ে সোমবার যৌথ বিবৃতি জারি করেছেন প্রকাশ কারাট, ডি রাজা, দীপঙ্কর ভট্টাচার্য, মনোজ ভট্টাচার্য, ডি দেবরাজন।
যৌথ বিবৃতি ৫ বাম শরিক দলের।
সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরকে নিয়ে সংসদে দাঁড়িয়ে অমিত শাহর মন্তব্য ছিল 'অবজ্ঞাসূচক'। তাতে প্রতিবাদে সরব হয়েছে সমস্ত বিরোধী দল। ইতিমধ্যে পথে নেমেছে তৃণমূল। সোমবার শহরের বিভিন্ন ওয়ার্ড ও রাজ্যের ব্লকে ব্লকে মিছিল হয়েছে। আগামী সপ্তাহে একই ইস্যুতে মিছিল করতে চলেছে বামফ্রন্ট। সিপিএম, সিপিআই, সিপিআইএম (এল), ফরওয়ার্ড ব্লক ও আরএসপি - পাঁচ শরিক মিলে সর্বভারতীয় স্তরে এই কর্মসূচির পরিকল্পনা করেছে। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, আম্বেদকরকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তা নিয়ে এত প্রতিবাদ সত্ত্বেও তিনি কিংবা প্রধানমন্ত্রী কেউই ক্ষমা চাননি। তাই মিছিল থেকে অমিত শাহর পদত্যাগের দাবি তোলা হবে।
অন্যদিকে, 'এক দেশ, এক ভোট' নিয়ে যে বিলটি পেশ হয়েছে লোকসভায়, তার বিরোধিতাতেও কর্মসূচি পালন করবে বৃহত্তর বামফ্রন্ট। পাঁচ দলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিল ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সম্পূর্ণ পরিপন্থী। আরও একটি বিষয় স্থির হয়েছে রবিবারের বৈঠকে। সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি ও লিবারেশনের নেতারা ঠিক করেছেন, জনসংযোগ নিবিড় করতে ফের পথে নামবে শরিক দলগুলি। নিজেদের মধ্যে নিয়মিত সমন্বয়ের মাধ্যমে আরও বেশি করে কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন সিপিএমের প্রকাশ কারাট, সিপিআইয়ের ডি রাজা, লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্য, আরএসপির মনোজ ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লকের জি দেবরাজন।