সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানটান লড়াইয়ের অবসান। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে নিজেদের ক্ষমতা ধরে রাখল বামপন্থী ছাত্র সংগঠনগুলি। চারটি শীর্ষ আসনই তাঁদের দখলে গিয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিপুল সাফল্যের পর জেএনইউ-তেও জয় পাওয়ার বিষয়ে আশাবাদী ছিল গেরুয়াপন্থী ছাত্র সংগঠন এবিভিপি৷ কিন্তু ফলাফল ঘোষণার পর আশাহত হতে হয়েছে তাঁদের৷ ফলাফলে কার্যত একচ্ছত্র প্রভাব দেখিয়েছে চার বাম সংগঠন এসএফআই, আইসা, ডিএসএফ ও এআইএসএফ৷
[ভারতীয় নারীদের সম্মান এতটাই সস্তা? দু’লক্ষ টাকা ফিরিয়ে প্রশ্ন নির্যাতিতার মায়ের]
গত শুক্রবার জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ছাত্র সংসদ নির্বাচন৷ গত ছ’বছরের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়ে এবার৷ ভোট দেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজারেরও বেশি পড়ুয়া৷ শতাংশের হিসাবে ভোট পড়েছে ৬৭.৮৷ রবিবার সকাল থেকে ফলাফল নিয়ে চড়তে শুরু করে উত্তেজনা৷ বামপন্থী সংগঠনগুলির সঙ্গে কড়া টক্কর হয় এবিভিপি-র৷ ফলাফল ঘোষণা হলে দেখা যায় চারটি শীর্ষ আসনই গিয়েছে বামেদের দখলে৷ ২১৬১ ভোট পেয়ে ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন এন সাই বালাজি৷ ২৬৯২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সরিকা চৌধুরি৷ ২৪২৩ ভোট সংগ্রহ করে সাধারণ সম্পাদক হয়েছেন এজাজ আহমেদ এবং ২০৪৭ ভোটে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন আমুথা জয়দীপ৷ দ্বিতীয় স্থান পেয়েছে গেরুয়াপন্থী ছাত্র সংগঠন এবিভিপি৷ এই ফলাফলে, জেএনইউ দখলের স্বপ্ন এবিভিপি-র অধরাই থেকে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল৷
[জ্বালানির দাম বাড়লে আমার কী, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক তুঙ্গে]
প্রথমে শক্রবার রাত দশটা থেকেই শুরু হয় ভোট গণনা৷ তবে ব্যালট বক্স ছিনতাই করার অভিযোগ ওঠে মধ্যরাতে৷ স্থগিত করে দেওয়া হয় ভোট গণনা৷ নির্বাচন কমিটির পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এই গণনা স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে৷ ছিনতাইকারীদের নাম প্রকাশ না করলেও, এই ঘটনা যে নির্বাচনী বিধিকে লঙ্ঘন করেছে তা জানিয়েছে নির্বাচনী কমিটি৷ যদিও এই ঘটনায় পিছনে গেরুয়াপন্থী সংগঠন রয়েছে বলেই অভিযোগ করেছে বামেরা৷ অভিযোগ অস্বীকার করে পালটা তোপ দাগে এবিভিপি৷ শনিবার সমগ্র দিন ভোট গননা হয়নি৷ এরপর রবিবার সকালে ভোট গণনা শুরু হয়৷ ২০১৬-য় সংবাদ শিরোনামে উঠে আসে জেএনইউ৷ বাম সংগঠনগুলির বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেশবিরোধী স্লোগান দেওয়ার৷ পার্লামেন্ট হামলার মূলচক্রী আফজল গুরুর সমর্থনে ও কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার জন্য স্লোগানিং করেন বলে তাঁদের বিরুদ্ধে দায়ের হয় দেশদ্রোহিতার মামলা৷ ঘটনায় মূলচক্রী হিসাবে উঠে আসে কানহাইয়া কুমারের নাম৷
The post বামেদের দখলেই থাকল জেএনইউয়ের ছাত্র সংসদ, ফলাফলে হতাশ গেরুয়া শিবির appeared first on Sangbad Pratidin.