সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারও সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) শারীরিক অবস্থার কোনও পরিবর্তন নেই। বিকেল পাঁচটার মেডিক্যাল বুলেটিনে বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে জানালেন চিকিৎসক অরিন্দম কর। অন্যান্য দিন বেলা একটা থেকে তিনটের মধ্যে বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থার কথা জানানো হয়। এদিন একটু দেরি হওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছিল। সেই প্রসঙ্গে বলতে গিয়ে ডা. কর জানান, চিন্তার কিছু নেই। কাজের ব্যস্ততাতেই মেডিক্যাল বুলেটিন দিতে সামান্য দেরি হয়েছে।
শুক্রবার কিংবদন্তি অভিনেতার ইউরিন আউটপুট ভাল থাকায় আর তাঁর ডায়ালিসিস করা হয়নি। শনিবারও সৌমিত্রবাবুর ইউরিন আউটপুট ভাল। সেই কারণে এদিনও ডায়ালিসিস না করানোর সিদ্ধান্ত নিয়েছে নেফ্রোলজি বোর্ড। এদিক সৌমিত্রবাবুর কিছু মেডিকেশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন নিউরোলজিক্যাল কন্ডিশনের দায়িত্বে থাকা চিকিৎসকরা। শুক্রবারের মতো শনিবারও তাঁর মস্তিষ্কের স্নায়ুর সচেতনতা অর্থাৎ গ্লাসগো কোমা স্কেলে সূচক ১০-এর কাছাকাছি।
[আরও পড়ুন: করোনা আবহে কীভাবে লক্ষ্মীপুজো সারলেন ঋতুপর্ণা-মিমি-ঋতাভরীরা? দেখুন টলি তারকাদের ছবি]
শনিবারও হিমোগ্লোবিনের পরিমাণ কম ছিল। সেই কারণে সৌমিত্র চট্টোপাধ্যায়কে রক্ত দিতে হয়েছে। এদিন প্লেটলেট ট্রান্সফিউশনও হয়েছে। অভিনেতার রক্তচাপ-সহ শরীরের বাকি কন্ডিশন ভাল রয়েছে বলেই জানানো হয়েছে। সৌমিত্রবাবুর রক্তক্ষরণের কারণও জানা গিয়েছে। সেই মতো ওষুধ চলছে। তাঁর পরিবারকে বিস্তারিত জানানো হয়েছে বলে জানান ডা. অরিন্দম কর।
৬ অক্টোবর থেকে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। করোনা (CorinaVirus) আক্রান্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। প্লাজমা থেরাপির পর তাঁর করোনা (COVID-19) রিপোর্ট নেগেটিভ আসে। সেই সঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু আচমকাই তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে। চিকিৎসকরা জানান, সৌমিত্রর শরীরে সমস্যা বাড়িয়েছে কোভিড এনসেফ্যালোপ্যাথি। সেই কোভিড এনসেফ্যালোপ্যাথিই এখনও চিন্তায় রাখছে চিকিৎসকদের। গত তিন সপ্তাহ ধরে ICU-তে রয়েছেন বর্ষীয়ান শিল্পী। চিকিৎসকদের আশঙ্কা, এতদিন ICU-তে থাকার ফলে অভিনেতার শরীরে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিতে পারে।