shono
Advertisement

Breaking News

কাশ্মীরে নিকেশ সাংবাদিক সুজাত বুখারির হত্যাকারী জঙ্গি

উত্তপ্ত উপত্যকায় বড়সড় সাফল্য ভারতীয় সেনার৷ The post কাশ্মীরে নিকেশ সাংবাদিক সুজাত বুখারির হত্যাকারী জঙ্গি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:23 PM Nov 28, 2018Updated: 12:23 PM Nov 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত কাশ্মীরে বড়সড় সাফল্য ভারতীয় সেনার৷ জম্মু-কাশ্মীরের বদগামে সেনার গুলিতে নিকেশ এক জঙ্গি৷ খতম ওই জঙ্গির নাম নাভিদ জাট৷ সে লস্কর-ই-তৈবার সদস্য বলেই জানা গিয়েছে৷ নাভিদ সাংবাদিক সুজাত বুখারি হত্যাকারীদের মধ্যে একজন বলে দাবি ভারতীয় সেনার৷ নিকেশ ওই জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ এখনও ওই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা৷

Advertisement

[সাতসকালে কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিকেশ ২ জেহাদি]

উপত্যকার বদগামের কুঠপোরায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে৷ গোপন সূত্রে এই খবর আসে ভারতীয় সেনার কাছে৷ সেই খবরের ভিত্তিতেই মঙ্গলবার গভীর রাত থেকেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়৷ কুঠপোরার জঙ্গল লাগোয়া এলাকায় শুরু হয় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান৷ জঙ্গিরা টার্গেট করে ভারতীয় সেনাকে৷ তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনাও৷ রাতভর চলে দু’পক্ষের গুলির লড়াই৷ গুলির লড়াইয়ে বুধবার সকালে দু’জন জঙ্গি নিকেশ হয়৷ খতম হওয়া ওই জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷

[উপত্যকায় এনকাউন্টারে খতম ৬ জঙ্গি, শহিদ জওয়ান]

নিকেশ হওয়া জঙ্গিদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে৷ নাভিদ জাট নামে ওই জঙ্গি লস্কর-ই-তৈবার সদস্য৷ গত ১৪জুন জঙ্গিদের গুলিতে খুন হন ‘রাইজিং কাশ্মীর’ নামে এক দৈনিক সংবাদপত্রের সম্পাদক ছিলেন সুজাত বুখারি৷ এই ঘটনায় নাম জড়িয়েছিল লস্কর-ই-তৈবা জঙ্গি নাভিদ জাটের৷ এছাড়াও একাধিক ঘটনায় যোগ রয়েছে কুখ্যাত এই জঙ্গির৷ সাংবাদিক খুনের ঘটনার পর থেকে নাভিদকে খুঁজছিল পুলিশ৷ বুধবারের বদগামের এনকাউন্টারে তাকেই নিকেশ করল ভারতীয় সেনা৷

[স্টেশন থেকে উদ্ধার একগুচ্ছ মাথার খুলি এবং কঙ্কাল, গ্রেপ্তার পাচারকারী]

মঙ্গলবারও সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা৷ টানা ৫ঘণ্টা গুলির লড়াইয়ে দুজন জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা৷ এনকাউন্টারে শহিদ হন এক সেনা জওয়ানও৷ তার আগে রবিবারও সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ছজন জঙ্গিকে খতম করা হয়৷

The post কাশ্মীরে নিকেশ সাংবাদিক সুজাত বুখারির হত্যাকারী জঙ্গি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement