shono
Advertisement

কাশী-বৃন্দাবনে বিস্ফোরণের হুমকি লস্কর জঙ্গিদের, জারি হাই অ্যালার্ট

বাড়ানো হয়েছে নিরাপত্তা। The post কাশী-বৃন্দাবনে বিস্ফোরণের হুমকি লস্কর জঙ্গিদের, জারি হাই অ্যালার্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 05:46 PM Jun 06, 2018Updated: 06:01 PM Jun 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্ষা পাবেন না বাবা বিশ্বনাথ। কিংবা কৃষ্ণও রেহাই পাবেন না। উড়িয়ে দেওয়া হবে কাশীর বিশ্বনাথ মন্দির এবং কৃষ্ণ জন্মভূমি-সহ একাধিক বিশিষ্ট জায়গা। লস্কর জঙ্গিদের থেকে এরকম হুমকি পেয়েই নড়েচড়ে বসল যোগী প্রশাসন। গোটা উত্তরপ্রদেশ জুড়েই জারি করা হয়েছে হাই অ্যালার্ট।

Advertisement

 একসঙ্গে হোক বিধানসভা এবং লোকসভা ভোট, মোদির ডাকে সাড়া যোগী-অখিলেশের ]

প্রশাসনকে এদিন একটি চিঠি পাঠায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। সংগঠনের তরফে জম্মু-কাশ্মীরের এরিয়া কমান্ডার মৌলানা অম্বু শেখ জানায়, উত্তরপ্রদেশের বিশিষ্ট জায়গাগুলিতে হবে বিস্ফোরণ। উড়িয়ে দেওয়া হবে কৃষ্ণ জন্মভূমি, কাশীর বিশ্বনাথ মন্দির, শাহারানপুর রেলওয়ে স্টেশনের মতো জায়গা। বিস্ফোরণের দিনও জানিয়ে দেওয়া হয়। ৬,৮, ১০ তারিখে হামলা হবে বলেও নির্দিষ্ট করে জানানো হয়। এই চিঠির বৈধতা নিয়ে সন্দেহ আছে। তবে এরকম একটা হুমকি পাওয়ার পর আর কোনওরকম ঝুঁকি নিতে নারাজ যোগী প্রশাসন। ইন্টেলিজেন্স ব্যুরোর পক্ষ থেকে সবর্ত্র নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইমতো কাজ শুরু করেছে যোগী রাজ্যের পুলিশ। গোটা রাজ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। স্পর্শকাতর সমস্ত জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। যে দিনগুলি উল্লেখ করা হয়েছে, তার পরেও যে হামলা হবে না এরকম কোনও গ্যারান্টি নেই। ফলে জঙ্গিদের পাতা ফাঁদে পা দিতে রাজি নয় পুলিশ ও প্রশাসন। অন্তর্বর্তী নিরাপত্তা বাড়ানো হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল আনন্দ কুমার জানিয়েছেন, পাবলিক প্লেসগুলিকে কড়া নজরে রাখা হয়েছে। যেখানে যেখানে পর্যটকদের ভিড় বেশি হয়, সেখানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

The post কাশী-বৃন্দাবনে বিস্ফোরণের হুমকি লস্কর জঙ্গিদের, জারি হাই অ্যালার্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার