shono
Advertisement

হাজারও রোগে জেরবার? ভরসা রাখুন বাসি রুটিতে

জানেন কোন কোন রোগ সারাতে পারে বাসি রুটি? The post হাজারও রোগে জেরবার? ভরসা রাখুন বাসি রুটিতে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:38 PM Sep 13, 2018Updated: 08:38 PM Sep 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাসি খাবারদাবারের কথায় নাক সিঁটকোন অনেকেই৷ বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস, অম্বলের মতো শারীরিক সমস্যায় ভোগার আশঙ্কায় বাসি খাবারের প্রতি অনীহাও তৈরি হয়৷ তবে ভারতীয় মধ্যবিত্ত পরিবারের বাসি রুটি খাওয়ার চল রয়েছে যথেষ্টই৷ সাধারণত ময়দা বা আটা দিয়েই রুটি তৈরি করা হয়৷ রাতের হাতে গড়া ওই রুটি দিয়ে সকালে প্রাতঃরাশ করেন বেশিরভাগ মানুষ৷ কিন্তু গ্যাস বা অম্বলের সমস্যা দেখা দিলেই ওই বাসি রুটির দিকেই আঙুল তোলেন সকলে৷ সঙ্গে সঙ্গে খাদ্য তালিকা থেকে বাদ যায় বাসি রুটি৷

Advertisement

[কখনও ভেবেছেন মোগলাই খাবার এত স্পাইসি হয় কেন?]

তবে আজ থেকে সেই চিন্তাভাবনা ছুঁড়ে ফেলে দিন৷ নির্ভয়ে খান বাসি খাবার৷ কারণ চিকিৎসকদের দাবি, সব বাসি খাবারই কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক নয়৷ অন্তত রুটি তো নয়ই, দাবি চিকিৎসকদের৷ বাসি রুটি খেলে হজমের সমস্যা হয়, এই ধারণা সম্পূর্ণ ভুল বলে জানিয়েছেন চিকিৎসকদের৷ তাঁরা জানান, সকালে দুধে ভেজানো রুটি খেলে হজমের সমস্যা থেকে মিলতে পারে নিস্তার৷ এমনকী, মানুষের দেহের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে বাসি রুটি৷

[কলাপাতায় খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী কেন?]

যাঁরা দীর্ঘদিনের পেটের সমস্যায় ভুগছেন, তাঁরাও দেরি না করে আজ থেকেই বাসি রুটি দিয়েই সারুন প্রাতঃরাশ৷ ঘরোয়া পদ্ধতিতে এভাবেই নাকি পেটের সমস্যাকে বিদায় জানানো সম্ভব দাবি চিকিৎসকদের৷

[বর্ষার বিকেলে কাঁচকলার শিঙাড়া হয়ে যাক! জেনে নিন রেসিপি]

উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে, বাসি রুটির কোনও তুলনা হয় না৷ চিকিৎসকদের দাবি, রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাসি রুটির জুড়ি মেলা ভার৷ ঠাণ্ডা দুধের মধ্যে দশ মিনিট রুটি ভিজিয়ে রাখুন৷ সেই খাবার দিয়ে সারুন প্রাতঃরাশ৷

[বর্ষার ছুটিতে দুপুর মাতাক ‘লা জবাব ইলিশ’]

ঘরোয়া পদ্ধতিতে ডায়াবেটিস সারানোর জন্য হাজারও নিয়ম মেনে আপনি কী ব্যর্থ? তবে এবার বাসি রুটি খেয়ে সমস্যা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করতেই পারেন৷ চিকিৎসকদের দাবি, ওই বাসি রুটিই নাকি ডায়াবেটিস সারাতে ম্যাজিকের মতো কাজ করে৷

The post হাজারও রোগে জেরবার? ভরসা রাখুন বাসি রুটিতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement