সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজির গড়ে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়েছে ভারতের চন্দ্রযান (Chandrayaan 3)। বিপজ্জনক এই অংশে প্রথমবার পা রাখল কোনও দেশের চন্দ্রযান। ইসরোর (ISRO) এই কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে বিশেষ ডুডল তৈরি করেছে গুগল। একটি ভিডিও তৈরি করে ভারতের এই সাফল্য উদযাপনে শামিল হয়েছে গুগল (Google)। চন্দ্রযানের খুঁটিনাটি নিয়ে একটি বিশেষ পেজও তৈরি করা হয়েছে।
মিষ্টি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে গুগল ডুডলে (Google Doodle)। সেখানে দেখা যাচ্ছে, চোখ বুজে আরাম করে বসে রয়েছে চাঁদ। হঠাৎই চমকে উঠে চোখ খুলে ফেলল চাঁদমামা। সেই সময়েই ধীরে ধীরে চাঁদের মাটিতে নেমে পড়ে ভারতের চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। জিজ্ঞাসু চোখে সেদিকে তাকিয়ে রয়েছে চাঁদ, সেটাই দেখা গেল গুগল ডুডলের ভিডিওতে। চন্দ্রপৃষ্ঠে নেমে কাজ করছে ভারতের রোভার প্রজ্ঞান, আর তাই দেখে মিটিমিটি হাসছে সকলের প্রিয় চাঁদমামা।