সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী-স্ত্রী একঘরে থাকার সময় পোশাক নিয়ে তেমন সচেতনতা লক্ষ্য করা যায় না। এক বিছানায় থাকলে তো পোশাক নিয়ে কোনও বিধিনিষেধ থাকেই না। যৌনতার ক্ষেত্রে নগ্নতাও নতুন কিছু নয়। বরং সেটাই খুব স্বাভাবিক। তবে যৌনতায় না মাতলেও স্বামী নাকি গায়ে একটি সুতোও রাখেন না! রাতের পর রাত একই বিছানায় সম্পূর্ণ নগ্ন হয়ে ঘুমান তিনি। এমন সমস্যায় জেরবার বহু ঘরনি। স্বামীর এই অভ্যাসের জেরে নাকি মাঝেমধ্যে অস্বস্তিও লাগে একই বিছানায় থাকা সঙ্গিনীর। বিশেষজ্ঞরা বলছেন, এই অদ্ভুত প্রবণতা দূর করারও রয়েছে একাধিক উপায়। ভুক্তভোগীদের জন্য রইল টিপস।

নগ্ন হয়ে ঘুমানো উচিত নাকি নয়? এই নিয়ে তর্কের শেষ নেই। নানা মুনির রয়েছে নানা মত। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস একেবারে খারাপ নয়। বিশেষত যাঁদের ত্বকের সমস্যা রয়েছে, তাঁরা নগ্ন হয়ে ঘুমালে ক্ষতির চেয়ে লাভই বেশি। তবে সব কাজের ক্ষেত্রে স্থান-কাল-পাত্রের কথা মাথায় রাখা প্রয়োজন। তাই একা ঘরে না থাকলে নগ্ন হয়ে থাকা উচিত নয়। বিশেষত, অনেকেরই বাড়িতে সকাল সকাল পরিচারিকা চলে আসেন। সেক্ষেত্রে স্বামী নগ্ন হয়ে বিছানায় শুয়ে থাকবেন, তা সম্ভব নয়। সেক্ষেত্রে সমস্যায় পড়েন ঘরনি। তাই অভ্যাস বদল করা প্রয়োজন।
যাঁদের সাধারণত এরকম অভ্যাস থাকে, তাঁরা নগ্ন না হয়ে ঘুমাতে পারবেন না বলেই দাবি করেন। বিশেষজ্ঞদের টিপস, সেক্ষেত্রে তাঁদের উচিত একেবারে আলাদা ঘরে থাকা। কেউ যাতে ওই ঘরে ঢুকতে না পারেন সেদিকে খেয়াল রাখতে হবে। ভিতর থেকে ওই ঘরটি বন্ধ কিনা, তা সতর্কভাবে নিশ্চিত হওয়া প্রয়োজন। ঘর থেকে বেরনোর সময় যথাযথভাবে পোশাক পরে নিলেই কেল্লাফতে!