সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১ মে থেকে দেশজুড়ে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে করোনা টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। আর সেই উদ্দেশে বুধবার ঘড়ির কাঁটায় ৪টে বাজতেই শুরু হয়ে যায় ভ্যাকসিন পাওয়ার জন্য রেজিস্ট্রেশন। কিন্তু বিপত্তি ঘটে রেজিস্ট্রেশন শুরুর কয়েক মিনিট পরই। টিকা পেতে একসঙ্গে বহু মানুষ CoWIN পোর্টালে ঢুকতেই তা ক্র্যাশ করে। বেশ খানিকক্ষণের জন্য বন্ধ হয় যায় রেজিস্ট্রেশন। তবে শুধু CoWIN পোর্টাল নয়, আরোগ্য সেতু থেকেও করোনা ভ্যাকসিনের দিনক্ষণ বুক করতে গিয়ে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।
অনেকেই স্ক্রিনশট শেয়ার করে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন। বেশ কিছু মানুষ জানিয়েছেন, তাঁদের কাছে OTP এসে পৌঁছয়নি। ফলে পরবর্তী প্রক্রিয়া আটকে গিয়েছে। অনেকে আবার পেজ খুলতেই সার্ভার ডাউন দেখিয়েছে। প্রশ্ন উঠছে, ১৮ বছরের ঊর্ধ্বে করোনা টিকাকরণের জন্য কি আদৌ তৈরি দেশ? তৃতীয় পর্যায়ে যে আরও বেশি পরিমাণ মানুষকে টিকা দেওয়ার সংকল্প করেছে কেন্দ্র, তার জন্য কি প্রস্তুত তারা? তবে আপাতত রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে বলেই জানা যাচ্ছে।
[আরও পড়ুন: একটি বাড়তি ডোজ নিলেই করোনার বিরুদ্ধে আজীবন ইমিউনিটি! দাবি ভারত বায়োটেকের]
চলুন জেনে নেওয়া যাক কীভাবে CoWIN-এ রেজিস্টার করতে হবে।
১. cowin.gov.in ওয়েবসাইটে যান। সেখানে রেজিস্টার করার জায়গায় নিজের ১০ সংখ্যার মোবাইল নম্বর অথবা আধার কার্ড নম্বর দিন।
২. মোবাইল নম্বরে একটি OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাবেন। সেটি বসিয়ে ফেলুন।
৩. রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হতেই টিকা নেওয়ার জন্য নিজের পছন্দমতো তারিখ ও সময় বেছে নেওয়া যাবে।
৪. দিনক্ষণ বেছে নেওয়ার পরই একটি রেফারেন্স আইডি দেওয়া হবে। এর মাধ্যমেই আপনি টিকাকরণের সার্টিফিকেট পাবেন।
নিচের পরিচয়পত্রগুলির মধ্যে যে কোনও একটি বাধ্যতামূলক।
আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স, শ্রমমন্ত্রকের অনুমোদিত স্বাস্থ্যবিমা স্মার্ট কার্ড, ১০০ দিনের কাজের জব কার্ড, সাংসদ/বিধায়ক কার্ড, পাসপোর্ট, ব্যাংক অথবা পোস্ট অফিসের পাসবুক, পেনশনের কাগজপত্র, সরকারি চাকরির সার্ভিস কার্ডের মধ্যে যে কোনও একটি হলেই চলবে।