shono
Advertisement

কোন বয়সে, কত বার সেক্স? সুস্থ থাকার ফমূর্লা ফাঁস করলেন বিশেষজ্ঞরা

যৌন মিলনের চাহিদা কেবল বয়সের কারণেই কমে যায় না।
Posted: 09:25 PM Aug 16, 2023Updated: 09:26 PM Aug 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন বিশেষজ্ঞরা বলছেন, যত দিন যাচ্ছে, তত নাকি যৌনতার প্রতি অনিচ্ছা বেড়ে যাচ্ছে নতুন প্রজন্মের। এর নেপথ্য়ে যে জেট গতির জীবনযাত্রা ও স্ট্রেস দায়ী, তার কথা বলছেন বিশেষজ্ঞরা। এরই মাঝে মার্কিন এক বিশ্ববিদ্য়ালেয় এক রিসার্চ পর্ব চালানো হয়েছিল। গবেষণার উপর নির্ভর করেই বিশেষজ্ঞরা একটা তালিকা ঠিক করেছেন। যেখানে উঠে এসেছে কত বয়সে, কত বার সঙ্গমে লিপ্ত হলে মানসিক ও দৈহিক দিক থেকে সুস্থ থাকবেন।

Advertisement

এই গবেষণাপত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ১হাজার ১৭০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। ৩০ বছরের নীচে বয়সিদের সাধারণত দিনে দু’বার সঙ্গমে লিপ্ত হওয়া উচিত। মানে বছরে ১২২ বার। অন্য়দিকে, ৩০-৩৯ বছরের মধ্যে যাঁদের বয়স তাঁরা খানিকটা কম সঙ্গমে লিপ্ত হন। ১.৬ বার প্রতি সপ্তাহে। মানে বছরে ৮৬ বার। বয়স যাঁদের ৪০-৪৯ বছরের মধ্যে, তাঁরা সবচেয়ে কম যৌনতায় লিপ্ত হন। ১৮-২৯ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁদের অর্ধেক।

[আরও পড়ুন: বন্ধু চল…! বিচ্ছেদ, অবসাদ, আত্মহত্যা রোধে মোক্ষম অস্ত্র বন্ধুত্ব? বিশ্লেষণে বিশেষজ্ঞরা]

বিশেষজ্ঞদের কথায়, যৌন মিলনের চাহিদা কেবল বয়সের কারণেই কমে যায় না। কমে যায় আবেগ কমে যাওয়ার কারণেও। যাঁরা নিজেদের সর্বদা বয়স্ক ভাবেন, নেতিবাচক চিন্তাভাবনা করেন, তাঁদের যৌনমিলনের হার সবচেয়ে কম। এরফলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বিভিন্ন রোগে আক্রান্ত হন।

[আরও পড়ুন: সকলেই বন্ধু নন! কীভাবে বুঝবেন আপনার আসল বন্ধু কে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement