সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের হট ছবি সবসময়ই ফ্যানদের বাড়তি অ্যাড্রিনালিন ঝড়ায়। আর সেই ছবি যদি মডেল তথা অভিনেত্রী পুনম পাণ্ডের হয়, তাহলে তো কথাই নেই। সেই ছবি ভাইরাল হতেও বেশি সময়ে লাগে না। সত্যি কথা বলতে কী, অভিনয় বা মডেলিং-এর জগতে সেভাবে দাগ কাটতে পারেননি ঠিকই। তবে সোশ্যাল মিডিয়ায় নিজের লাস্যময়ী ছবি ও ভিডিও পোস্ট করে খবরে খাকার কায়দাটা ভালোই রপ্ত করেছেন পুনম পাণ্ডে। শুধু তাই নয়, ফ্যানদের ভালোবাসা পেতে, তাঁদের আরও কাছাকাছি পৌঁছে যেতে, নিজের নামে একটি অ্যাপও তৈরি করে ফেলেছেন তিনি। হাজার বাধা সত্ত্বেও ‘দ্য পুনম পাণ্ডে’ অ্যাপ এখন রীতিমতো জনপ্রিয়। যেখানে হট অ্যান্ড সিজলিং এই মডেল, অভিনেত্রীর উষ্ণ ছবি বাড়িয়ে তুলেছে ফ্যানদের অ্যাড্রিনালিন ক্ষরণ। এই প্রতিবেদনে আপনাদের জন্য তুলে ধরা হল পুনম পাণ্ডের তেমনই কিছু বোল্ড ছবি। সম্প্রতি এই ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পুনম পাণ্ডে।
[জানেন, মাসে কতবার যৌন সম্পর্কে এড়ানো যাবে ক্যানসারের সম্ভাবনা?]
কালো বিকিনিতে হট লুকে ফ্যানদের সামনে হাজির হয়েছেন পুনম পাণ্ডে। বিকিনির স্ট্রিপে লেখা ‘সেক্স গডেস’।
কখনও আবার যোগাভ্যাসের ছবি পোস্ট করেছে একেবারে অন্য ঢঙে।
বন্ধুদের সঙ্গে আড্ডার মুহূর্তে তোলা ছবিতেও ধরা পড়েছে পুনমের বক্ষ বিভাজিকা।
Shooting in Bangkok with @popularflix Video coming out soon..stay tuned
#ViralFestAsia2017 #VFA2017 #CelebrateAsia #bangkok #showDCbangkok #webtvasiaA post shared by Poonam Pandey (@ipoonampandey) on
কখনও আবার ‘দ্য পুনম পাণ্ডে’ অ্যাপের প্রচার করতে গিয়ে নিজের খোলা নিতম্বের ছবি পোস্ট করতে পিছপা হননি এই মডেল-অভিনেত্রী।
Download it Now
A post shared by Poonam Pandey (@ipoonampandey) on
এই মুহূর্তে ‘পপুলারফিল্কস’ নামে একটি ভিডিও শুটিংয়ে ব্যস্ত পুনম। ব্যাঙ্কক ও তাইল্যান্ডে চলছে শুটিং। তারই ফাঁকে ফ্যানদের জন্য এই উত্তেজনাময় ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।
[বিয়ে টিকিয়ে রাখতে এই কাজটা অবশ্যই মন দিয়ে করুন]
The post ইনস্টাগ্রামে হট ছবি, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন পুনম পাণ্ডে! appeared first on Sangbad Pratidin.