Advertisement

সঙ্গীকে আদরের আগে প্রস্তুতি নিন এভাবে, বেডরুমে প্রেম বাড়ানোর ৫ দাওয়াই

10:09 PM Aug 19, 2021 |

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম পেলে সঙ্গীকে নিয়ে সোজা বেডরুম। তারপরই উদ্দাম যৌনতা শুরু। আদর মানেই কিন্তু এসব নয়। বরং আদর যদি বেডরুমের বাইরে থেকে শুরু হয়, তাহলে প্রেম বাড়বে হু হু করে। আর যৌনতায় জ্বলে উঠবে নতুন আগুন! ভাবছেন, বেডরুমের বাইরে আদর আবার কী? বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, যৌনতা ব্যাপারটা ঠিক ওয়াইন খাওয়ার মতো, ধীরে ধীরে খেতে হয় আর তাতেই নেশা বাড়ে তিনগুণ। ব্যাপারটা একটু খোলসা করা যাক।

Advertisement

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিশেষজ্ঞরা বলছেন, যৌনতায় যত বেশি এক্সপেরিমেন্ট হবে, ততই যৌনতা টিকে থাকবে বেশি দিন। না হলে ব্যাপারটা হয়ে উঠবে একঘেয়ে। তবে বিশেষ কিছু নিয়ম মানলে এসব কিন্তু থাকবে আপনার হাতের মুঠোতেই।

googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1627388165312-0'); });
বিশেষ কিছু নিয়ম মানলে এসব কিন্তু থাকবে আপনার হাতের মুঠোতেই।

[আরও পড়ুন: Relationship Tips: সঙ্গমের সময় প্রাক্তনকে মনে পড়ছে? বিপাকে পড়ার আগে মেনে চলুন এগুলি]

১) সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটান। দরকার পড়লে সঙ্গীকে নিয়ে লং ড্রাইভে চলে যান। মুক্ত হাওয়ায় শ্বাস নিন। গাড়ির ভিতর না হয় অল্প স্বল্প দুষ্টুমি চলুক। এটাই তো আসলে ওয়ার্ম আপ!
২) রান্না করুন একসঙ্গে। নতুন কোন খাবার বানাতে সঙ্গীকে সাহায্য করুন। দেখবেন প্রেম জমে ক্ষীর। রান্নাঘরেও অল্প স্বল্প দুষ্টুমি চলতে পারে।

googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1628750382106-0'); });
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1628750799038-0'); });
যৌনতা ব্যাপারটা ঠিক ওয়াইন খাওয়ার মতো

৩) সঙ্গীকে এমন কিছু উপহার দিন, যাতে আপনার প্রেম প্রকাশ পাবে। এ ব্যাপারে ফুল বা পারফিউম একেবারে পারফেক্ট চয়েস।

৪) একসঙ্গে স্নান করুন। তবে বাথরুমেই উদ্দাম যৌনতায় মাতবেন না। বরং স্নান ঘরেও চলতে পারে হালকা দুষ্টুমি।

নতুন কোন খাবার বানাতে সঙ্গীকে সাহায্য করুন।

৫) সঙ্গীকে আদর করার আগে পছন্দসই মিউজিক চালিয়ে নিন। একসঙ্গে নেচে উঠুন। নাচতে নাচতেই প্রেমে ডুবে যান। আদর শুরু হোক ঠোঁট থেকে।

স্নান ঘরেও চলতে পারে হালকা দুষ্টুমি।

[আরও পড়ুন: Love Tips: বড্ড বেশি ফ্লার্ট করে প্রেমিক! কীভাবে সামলাবেন? রইল উপায়]

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement
Next