shono
Advertisement

এই ৭টি সহজ উপায়ে দূর করুন ঘরের মাকড়সা

আজই ট্রাই করুন এই টিপস।
Posted: 07:59 PM Sep 13, 2021Updated: 07:59 PM Sep 13, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে কি মাকড়সার উৎপাত? যেদিকে তাকাচ্ছেন সেদিকেই মাকড়সার জাল? টেনশেনের কোনও কারণই নেই। খুব সহজেই এই সমস্যা থেকে দূর হওয়া সম্ভব। শুধু মানতে হবে কয়েকটা নিয়ম। (Home Decor Tips)

Advertisement

১) চোখ-কান খোলা রাখুন। যখনই দেখবেন, আপনার ঘরের দেওয়ালে মাকড়সা জাল বুনতে শুরু করেছে, তখনই উৎখাত করুন মাকড়সাকে (Spider)। এ ব্যাপারে মাকড়সাকে বেশি সময় দেওয়া যাবে না।

২) সপ্তাহে অন্তত একবার ঘরের দেওয়াল ভাল করে ঝেড়ে ফেলুন। কারণ, ময়লা জমলেই মাকড়সার সুবিধা হয় জাল বানাতে।

৩) জলের মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে নিন। একটি স্প্রেয়ার বোতলে সেই পাতিলেবু মেশানো জল দিয়ে মাকড়সার জালে স্প্রে করুন।

[আরও পড়ুন: বর্ষাকালে স্যাঁতসেঁতে ঘরবাড়ি? যত্ন নিন এই ৫ উপায়ে]

৪) দেওয়ালের কোনায় হলুদ মেশানো জল স্প্রে করুন। এটি সপ্তাহে অন্তত একবার করুন। দেখবেন মাকড়সা আপনার ধারে কাছে ঘেঁষবে না।

৫) প্রথমে ১ কাপ সাদা ভিনিগার আর ১ কাপ জল ভাল করে মিশিয়ে নিন। সেই মিশ্রণ ঘরের আনাচে কানাচে স্প্রে করুন। বিশেষ করে সেই সব কোনায় স্প্রে করুন, যেখানে মাকড়সা বেশি দেখা যায়। ভিনিগারের মধ্যে রয়েছে অ্যাসিটিক এসিড যার গন্ধ পেলেই মাকড়সা আর আপনার ঘরের আশেপাশেও ঘেঁষবে না।

৬) বছরে একবার দেওয়ালে রং করানোর চেষ্টা করুন। নতুন রং করা দেওয়ালে মাকড়সা বাসা বাঁধতে পারে না।

৭) দেখে নিন বৃষ্টিতে আপনার দেওয়াল ভিজে ভিজে থাকছে কিনা। যদি ভিজে থাকে, তাহলে অবশ্যই রাজমিস্ত্রির পরামর্শ নিন। ভিজে দেওয়ালে মাকড়সা কিন্তু বাসা বাঁধে।

[আরও পড়ুন: কোন Toothpaste-এ ভাল থাকবে আপনার দাঁত? কেনার আগে জেনে রাখুন]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement