shono
Advertisement

স্মার্টফোনে এই অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই জেনে নিন ফণীর আপডেট

কীভাবে ব্যবহার করবেন অ্যাপটি? The post স্মার্টফোনে এই অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই জেনে নিন ফণীর আপডেট appeared first on Sangbad Pratidin.
Posted: 09:56 AM May 03, 2019Updated: 09:58 AM May 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় ফণীর আতঙ্কে কাঁটা প্রায় গোটা দেশ৷ কখন ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, ঠিক কতটা ক্ষয়ক্ষতি হবে তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সকলেই৷ আর পাঁচজনের মতো আপনারও নিশ্চয়ই নজর রয়েছে ঘূর্ণিঝড়ের আপডেটের দিকে? বারবার স্মার্টফোনে ভেসে আসা নোটিফিকেশনে চোখ রেখেছেন৷ ভাবছেন এই বুঝি আছড়ে পড়ল ঘূর্ণিঝড়৷ কোনও নোটিফিকেশন কিংবা আবহবিদদের উপর ভরসা না করে যদি নিজেই বুঝতে পারেন ঘূর্ণিঝড়ের সমস্ত আপডেট, তবে কেমন হয়? ভালই হয় তাই না৷ তাই তাড়াতাড়ি স্মার্টফোনে ডাউনলোড করে নিন weather Now অ্যাপ৷

Advertisement

[ আরও পড়ুন: ওড়িশা উপকূলে প্রবেশ করল ফণী, প্রবল জলোচ্ছ্বাস পুরীর সমুদ্রে]

ঘুম থেকে উঠেই জানলা দিয়ে দেখলেন আকাশের মুখভার৷ দু-এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে ইতিমধ্যেই৷ নিশ্চয়ই এতক্ষণে মোবাইলে ভেসে আসা নোটিফিকেশনের মাধ্যমে বুঝতে পারছেন যে ইতিমধ্যে ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী৷ প্রবল তাণ্ডবও চালাচ্ছে সে৷ আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার গভীর রাতে কলকাতায় আছড়ে পড়ার সম্ভাবনা ফণীর৷ কিন্তু বাড়ি থেকে বেরনোর আগে মনে কু ডাকছে তাই তো? ভাবছেন রাস্তাঘাটে বিপদে পড়বেন না তো? এই ভাবনার দিন শেষ৷ স্মার্টফোনে ইনস্টল করা weather Now অ্যাপই আপনাকে সমস্ত চিন্তা থেকে মুক্তি দিতে পারে৷

[ আরও পড়ুন: আয়লার স্মৃতি এখনও টাটকা, ফণী আতঙ্কে ফের ত্রস্ত সুন্দরবন]

এখন প্রশ্ন হল কীভাবে ব্যবহার করবেন weather Now অ্যাপ? প্রথমে অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন৷ তারপর তা ইনস্টল করুন৷ ক্লিক করলেই ওই অ্যাপে দেখতে পাবেন একটি গ্লোব৷ তাতেই দেখতে পাবেন গোটা বিশ্ব৷ নিচের দিকে শহর পরিবর্তনের অপশন পাবেন৷ সেখানে গিয়ে আপনার পছন্দসই শহরকে বেছে নিন৷ এরপর একটি পছন্দসই শহরের মানচিত্র দেখতে পাবেন৷ সেখানে ক্লিক করে ভিডিও আকারে দেখা যাবে ফণীর গতিবিধি৷ কতক্ষণের মধ্যে ঝড়বৃষ্টি আছড়ে পড়বে তাও জানতে পারবেন আপনি৷ শুধু তাই নয়৷ কত কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়বে, তাও আপনি ওই অ্যাপের wind (উইন্ড) অপশনে ক্লিক করেই জানতে পারবেন৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রার পরিবর্তন হবে কিনা, তাও অ্যাপের Temparature (টেম্পারেচার) অপশনে ক্লিক করেই জানতে পারবেন৷ সমুদ্রের জলোচ্ছ্বাসই বা কতটা ভয়াল আকার ধারণ করবে, সে বিষয়টি জানতেও আপনাকে সাহায্য করবে weather Now অ্যাপ৷ ফণী পরবর্তী পরিস্থিতিতে আবহাওয়া সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন আপনি৷ তাই আর দেরি না করে ফণী সংক্রান্ত যাবতীয় আপডেট জানার জন্য আজই ডাউনলোড করুন weather Now অ্যাপ৷

The post স্মার্টফোনে এই অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই জেনে নিন ফণীর আপডেট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement