shono
Advertisement

কমল নোট বদলের উর্ধ্বসীমা, বদল করা যাবে মাত্র ২০০০ টাকা

বাড়ল কৃষক, ব্যবসায়ীদের টাকা তোলার সীমা৷ বিয়ের জন্য তোলা যাবে এককালীন ২.৫ লক্ষ টাকা৷ The post কমল নোট বদলের উর্ধ্বসীমা, বদল করা যাবে মাত্র ২০০০ টাকা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:06 PM Nov 17, 2016Updated: 11:36 AM Nov 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নোট বদলের উর্ধ্বসীমার কমিয়ে দিল সরকার৷ এবার থেকে ৪৫০০ হাজার টাকা নয় মাত্র ২০০০ টাকা পর্যন্ত নোট অদল-বদল করা যাবে৷ ১৮ নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে৷ বৃহস্পতিবার সকালে এই কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস৷

Advertisement

তবে কৃষকদের জন্য এদিন ভাল খবর শুনিয়েছেন অর্থসচিব৷ তিনি জানান, এবার থেকে কৃষকরা প্রতি সপ্তাহে মাথাপিছু ২৫,০০০ টাকা তুলতে পারবেন ব্যাঙ্ক থেকে৷ সার ও বীজ কেনার ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে৷ পাশাপাশি শস্যবীমার প্রিমিয়াম দেওয়ার সময়সীমাও আরও ১৫ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে৷

বিয়ের মরশুমের খাতিরেও সুর নরম করেছে সরকার৷ জানানো হয়েছে, বিয়ের জন্য সর্বোচ্চ ২.৫ লক্ষ টাকা তুলতে পারবে প্রতি পরিবার৷ এই টাকা পাত্র কিংবা পাত্রীর মা অথবা বাবাই তুলতে পারবেন৷ এর জন্য ব্যাঙ্কে বিয়ের কার্ড ও প্যান নম্বর জমা দিতে হবে৷

ছাড় দেওয়া হয়েছে রেজিস্টার করা ব্যবসায়ীদের ক্ষেত্রেও৷ ৫০,০০০ টাকা পর্যন্ত নতুন টাকা তুলতে পারবেন তাঁরা৷ কিছু সরকারী কর্মীদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে৷ ১০,০০০ টাকা পর্যন্ত অগ্রিম বেতন তুলতে পারবেন তাঁরা৷ এদিন কেন্দ্রীয় অর্থসচিব জানান, সরকারের কাছে যথেষ্ট পরিমানে নতুন টাকা মজুত রয়েছে৷ নতুন টাকা তৈরির কাজ ১০০ শতাংশ হারে চলছে৷ টাকার পরিমানে কোনও খামতি নেই৷

The post কমল নোট বদলের উর্ধ্বসীমা, বদল করা যাবে মাত্র ২০০০ টাকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement