shono
Advertisement

আধার যোগ না থাকলে এবার ব্লক হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হাতে সময় আছে কতদিন? কী করতে হবে জেনে রাখুন৷ The post আধার যোগ না থাকলে এবার ব্লক হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 08:21 AM Apr 12, 2017Updated: 04:13 PM Dec 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যক্তিগত তথ্য জমা দেওয়ার কথা আগেও বলা হয়েছে৷ এবার এ ব্যাপারে কড়া পদক্ষেপ করতে চলেছে আয়কর দপ্তর৷ ৩০ এপ্রিলের মধ্যে আধার ও কেওয়াইসি না করালে ব্লক হয়ে যেতে পারে অ্যাকাউন্ট৷ সম্প্রতি এক নির্দেশিকায় জানানো হল সে কথাই৷

Advertisement

হনুমান জয়ন্তী বিতর্কে বিজেপি নেতাকে ‘গালিগালাজ’ ইমাম বরকতির ]

জুলাই ২০১৪ থেকে আগস্ট ২০১৫ পর্যন্ত সময়সীমার মধ্যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে সেগুলির ক্ষেত্রেই লাগু হয়েছে এই নিয়ম৷ কেওয়াইসি তথ্য ও আধার নম্বর এই অ্যাকাউন্টগুলির সঙ্গে যোগ করতে হবে৷ অন্যথায় ব্লক হয়ে যেতে পারে অ্যাকাউন্টগুলি৷

এই ব্যাঙ্কে জমা নেওয়া হয় রাম নাম, এমনকী উর্দুতেও ]

এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছিলেন, ভবিষ্যতে আধারই একমাত্র পরিচয়পত্র হয়ে উঠবে৷ বিভিন্ন ক্ষেত্রে আধার বাধ্যতামূলকও করা হচ্ছিল৷ কিন্তু নানা বিরোধিতায় পরবর্তীকালে তা আর করা সম্ভব হয়ে ওঠেনি৷ কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খোলার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করানো যেতেই পারে৷ তবে অ্যাকাউন্টের কেওয়াইসি-র ক্ষেত্রেও আধার যোগ আবশ্যক৷ ফরেন ট্যাক্স কমপ্লিয়েন্স অ্যাক্টের নিয়ম অনুযায়ী, তাই এই সময়সীমার মধ্যে খোলা অ্যাকাউন্টগুলিকে আধার যোগ বাধ্যতামূলক করা হল৷

The post আধার যোগ না থাকলে এবার ব্লক হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার