সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনে খেলতে গিয়ে বিপাকে লিওনেল মেসি। বেজিং বিমানবন্দরে পা রাখতেই আর্জেন্টাইন সুপারস্টারকে আটক করল চিনা পুলিশ। ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিও।
কিন্তু ঠিক কী কারণে তাঁকে আটকে দেওয়া হল বিমানবন্দরে? আসলে আগামী ১৫ জুন, বৃহস্পতিবার দেশের জার্সি গায়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন মেসি (Leo Messi)। সেই ম্যাচটিই হওয়ার কথা ওয়ার্কার্স স্টেডিয়ামে। যার জন্য দিন তিনেক আগেই চিনে পৌঁছে গিয়েছেন এলএম টেন। কিন্তু বিমানবন্দরে পা রাখতেই আর্জেন্টাইন অধিনায়ককে আটক করল চিনা বর্ডার পুলিশ। জানা গিয়েছে, ভিসা সমস্যার জন্যই নাকি আটকে দেওয়া হয় তাঁকে। আসলে আর্জেন্টিনার পাসপোর্ট হাতে বিমানবন্দরে নামার কথা ছিল মেসির। কিন্তু ভুলবশত তিনি হাজির হন স্প্যানিশ পাসপোর্ট নিয়ে। আর তাতেই যাবতীয় গন্ডগোল।
[আরও পড়ুন: চাকরি, ভাতা-সহ একাধিক দাবি, জেলাশাসকের দপ্তরে অনশনের সিদ্ধান্ত ডোম সমাজ বিকাশ পরিষদের]
মেসিকে আটকে রেখে প্রায় আধ ঘণ্টা ধরে এ নিয়ে আলোচনা হয়। তারপর মেটে সমস্যা। এলএম টেনকে বেজিংয়ে ঢোকার অনুমতি দেয় বন্দর কর্তৃপক্ষ। তাঁকে যেভাবে বিমানবন্দরে চিনা বর্ডার পুলিশের বাধার মুখে পড়তে হয়, তার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, ইতিমধ্যেই পিএসজির সঙ্গে সমস্ত সম্পর্কে ইতি টেনে ইন্টার মিয়ামিতে নাম লিখিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। জুলাই থেকে নতুন ক্লাবের জার্সিতে নামবেন তিনি। তবে তার আগে আপাতত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের হয়ে খেলতে বেজিংয়ে মেসি।