সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসিদের বিশ্বজয়ের আনন্দের ফ্রেমটা কি খানিকটা ফিকে করে দিল কাতার (Qatar)? কেন আর্জেন্টাইন অধিনায়ককে শুধু প্রিয় জার্সি গায়ে ট্রফি তুলতে দেওয়া হল না? কেন তাঁর গায়ে একপ্রকার জোর করে চাপিয়ে দেওয়া হল কাতারের প্রথাগত পোশাক। কালো রংয়ের জোব্বা পরতে কেন বাধ্য করা হল মেসিকে (Leo Messi)? এ নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে ফুটবল মহলে।
আসলে, গতকাল বিশ্বকাপের (FIFA World Cup 2022) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেসি যখন ট্রফি তুলতে গেলেন, তখন দেখা গেল তাঁর গায়ের আর্জেন্টিনার জার্সির উপরে কালো একটা জোব্বা চাপানো আছে। পুরস্কার বিতরণীর মঞ্চে তখন উপস্থিত ছিলেন ফিফা (FIFA) প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো এবং কাতারের প্রেসিডেন্ট তামিম বিন হামাদ আলি খান (Tamim Bin Hamad Ali Khan)। মেসি যখন ট্রফি তুলতে যাবেন, তখন দেখা যায় কাতারের প্রেসিডেন্টই তাঁকে ওই কালো পোশাক পরিয়ে দিচ্ছেন। অগত্যা সেই পোশাক পরেই ট্রফি হাতে নেন মেসি। যাতে তাঁর নীল-সাদা জার্সি ঢাকা পড়ে যায়। অনেকেই বলাবলি করছেন, এভাবে আর্জেন্টিনার জয়ের মুহূর্তটা কলঙ্কিত হয়ে গেল। এভাবে অন্য দেশের উপর নিজেদের সংস্কৃতি চাপিয়ে না দিলেও পারত কাতার।
[আরও পড়ুন: রেকর্ড ভাঙার রেকর্ড, বিশ্বকাপের মঞ্চে হাফ ডজন নজির ম্যাজিশিয়ান মেসির]
প্রাক্তন ফুটবলারদের একটা অংশও এ নিয়ে ক্ষুব্ধ। প্রাক্তন ইংরেজ ফুটবলার গ্যারি লিনেকার যেমন বলছেন, “এটা লজ্জাজনক। একদিক থেকে ওরা মেসির আর্জেন্টিনার জার্সিটাই ঢেকে দিল।” আর্জেন্টিনার প্রাক্তন ডিফেন্ডার পাওলো জাবালেতাও ক্ষোভ প্রকাশ করে বলছেন,”এটা কেন করা হবে? কেন? এটার তো কারণ থাকতে পারে না।” ফুটবল সমর্থকদের একটা বড় অংশও এই কালো জোব্বা পরানোতে অসন্তুষ্ট।
[আরও পড়ুন: পেলের মতো ছেলে! মেসি-টাইম, রোনাল্ডো-মুহূর্ত ফুরোলেও সেরার শিরস্ত্রাণ থাকছে এমবাপের মাথায়]
যদিও মেসিরা এসব বিতর্কে মাথা ঘামাননি। তাঁরা তখন নিজেদের মতো সেলিব্রেশনে মত্ত। কিছুক্ষণ বাদে দেখা যায় সেই কালো জোব্বা খুলেও ফেলেছেন মেসি। তাঁর জার্সিতে তখন দেখা গিয়েছে ৩টি তারা। আসলে স্বপ্নপূরণের রাতে এসব তুচ্ছ বিতর্কে কেই বা কান দিতে চায়। সে রাত তো শুধু সেলিব্রেশনের। মেসিরাও সেটাই করেছেন। রাতভর চলেছে হুল্লোড়। সাজঘরে গিয়েও উদ্দাম সেলিব্রেশনে মেতেছে আর্জেন্টিনা। মেসির নাচের সেই ভিডিও ভাইরালও হয়ে গিয়েছে।