সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকা ফাইনালে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। ৪৫ দিন পর ইন্টার মায়ামির হয়ে অনুশীলনে ফিরলেন আর্জেন্টাইন মহানায়ক লিওনেল মেসি। অনুশীলনে মেসি ফিরলেও ইন্টার মায়ামির হয়ে কবে ম্যাচে নামবেন তা এখনও পরিষ্কার নয়।
এই শনিবার শিকাগোয় যাবে ইন্টার মায়ামি। ১৪ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার বিরুদ্ধে নামবে মায়ামি। এই ম্যাচে মেসি অংশ না নিলে আরও দুসপ্তাহ রিহ্যাবের জন্য সময় পাবেন মেসি। এলএম ১০-কে অনুশীলনে দেখে উচ্ছ্বসিত ইন্টার মায়ামি গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। তিনি বলেন, ''মাঠে ওকে দেখা দারুণ ব্যাপার। আমি জানি প্রত্যেক দিন ওর চিকিৎসা চলছে। এই ধরনের বিষয়ের সঙ্গে আগেও পরিচিত ছিল মেসি। ও এখনও খেলে চলেছে। সর্বোচ্চ পর্যায়ে এখনও খেলে চলেছে।''
[আরও পড়ুন: কর্মক্ষেত্র শিবাজি পার্কে বসবে রমাকান্ত আচরেকরের মূর্তি, সরকারের সিদ্ধান্তের প্রশংসা শচীনের]
১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে চোট পান মেসি। ৬৪ মিনিট মাঠে ছিলেন নীল-সাদার অধিনায়ক। ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। ডাগ আউটে বসা মেসির গোড়ালির দিকে তাক করে ক্যামেরা। দেখা যায় তাঁর পা ফুলে রয়েছে। কোপার ফাইনালের সেই চোট সারিয়ে অবশেষে ইন্টার মায়ামির হয়ে অনুশীলনে নামলেন মেসি। ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো জানান, ''খেলার মতো অবস্থায় এখনও পৌঁছয়নি মেসি।'' কবে নামবেন সেই বিষয়েও কোনও নিশ্চয়তা নেই।