shono
Advertisement

বাঁক খাওয়ানো ফ্রি কিকে মেসির গোল, বিশ্বকাপের যোগ্যতা পর্বে ইকুয়েডরকে হারাল আর্জেন্টিনা

রইল মেসির সেই গোলের ভিডিও।
Posted: 12:55 PM Sep 08, 2023Updated: 12:58 PM Sep 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসির (Lionel Messi) সেই ট্রেডমার্ক ফ্রি কিক আরও একবার দেখা গেল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে। বাঁ পায়ের বাঁক খাওয়ানো সেই ফ্রি কিক জড়িয়ে গেল ইকুয়েডরের জালে। গোলকিপার এরনান গালিন্দেজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন মেসি-ম্যাজিক। ওই এক গোলেই ম্যাচ জিতে নিল আর্জেন্টিনা (Argentina)।

Advertisement

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা পর্ব চলছে। চার বছর বাদের বিশ্বকাপের বল গড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডাতে। ৪৮টি দল অংশ নেবে মেগা ইভেন্টে। দক্ষিণ আমেরিকা থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে দাঁড়াবে চার থেকে ছয়ে। সপ্তম দলটি ইন্টার কন্টিনেন্টাল প্লে অফের মাধ্যমে বিশ্বকাপে অংশ নেবে। ইকুয়েডরের বিরুদ্ধে জয়ের ফলে বিশ্বকাপের বাছাইপর্বে টানা ২২ ম্যাচ অপরাজিত রইল নীল-সাদা জার্সিধারীরা। 

[আরও পড়ুন: ঝালদার বোর্ড মিটিংয়ে গরহাজির দল বদলানো পুরপ্রধান-সহ ৪ কাউন্সিলর, জল্পনা তুঙ্গে]

ম্যাচে আর্জেন্টিনা ফ্রি কিক পায় খেলার ৭৭ মিনিটে। ইকুয়েডরের মিডফিল্ডার কাইসেদো বিপজ্জনক জায়গায় ফাউল করে বসেন লাওতারো মার্টিনেজকে। প্রায় ২০ গজ দূর থেকে মেসির বাঁক খাওয়ানো ফ্রি কিক সবাইকে সম্মোহীত করে। 

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে এর আগে কোনও ম্যাচে ফ্রি কিক থেকে একমাত্র গোলটি হয়েছিল ১৬ বছর আগে। ২০০৭ সালে সেই ম্যাচটি হয়েছিল ভেনিজুয়েলা ও কলম্বিয়ার। কলম্বিয়ার হয়ে গোলটি করেন রুবেন দারিও বাস্তোস। ইকুয়েডরের বিরুদ্ধে আর্জেন্টিনার ফিরতি ম্যাচ ১৪ সেপ্টেম্বর। সেই ম্যাচেও মেসি-ম্যাজিকের অপেক্ষায় সবাই।  

[আরও পড়ুন: পুজোর আগেই ফুটবল উৎসব, কলকাতায় আসছেন ব্রাজিলীয় কিংবদন্তি রোনাল্ডিনহো]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement