shono
Advertisement

Breaking News

Liton Das

পাকিস্তান সিরিজ অতীত, ভারত সফরের নতুন চ্যালেঞ্জে মন দিচ্ছেন লিটন

পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেছিলেন লিটন।
Published By: Anwesha AdhikaryPosted: 07:35 PM Sep 10, 2024Updated: 07:35 PM Sep 10, 2024

স্টাফ রিপোর্টার: রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি। শুধু সেঞ্চুরি করেননি। শেষ পর্যন্ত ম‌্যাচের সেরাও তাঁকেই নির্বাচিত করা হয়। তিনি অর্থাৎ, লিটন দাস। বাংলাদেশ ব‌্যাটিংয়ের প্রধান ভরসা। যিনি পাকিস্তান সিরিজ ভুলে গিয়ে আসন্ন ভারত সফরে মন দিতে চান।

Advertisement

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ সিরিজ। প্রথম টেস্ট চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্ট হবে কানপুরে। আগামী ১৫ সেপ্টেম্বর চেন্নাই পৌঁছোচ্ছে বাংলাদেশ। ইংল‌্যান্ডে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলে সরাসরি ভারত সফরে দলের সঙ্গে যোগ দেবেন পদ্মাপার তারকা সাকিব-আল-হাসান। ইতিমধ‌্যেই ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ নিয়ে দামামা বেজে গিয়েছে। আগ্রহ আরও বেড়ে গিয়েছে যেহেতু পাকিস্তানকে তাদের দেশে গিয়ে ‘বাংলাওয়াশ’ করে এসেছেন শান্ত-সাকিবরা। কিন্তু লিটন চান না, মিডিয়া পাকিস্তানে গিয়ে পাকিস্তান বধকে নিয়ে অতিরিক্ত লাফালাফি করুক।

‘‘ভারত সফর আমাদের জন‌্য অত‌্যন্ত গুরুত্বপূর্ণ,’’ মঙ্গলবার দেশজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলে দিয়েছেন লিটন। এরপরই মিডিয়াকে উদ্দেশ‌্যে করে তিনি বলেন, ‘‘আপনাদেরও একটু সাহায‌্য করতে হবে এই ব‌্যাপারে। আমি বলব, পাকিস্তান সিরিজ নিয়ে যত আপনারা কম কথা বলেন, তত ভালো। কারণ, সামনে যে সিরিজটা আসছে, তা অনেক বেশি চ‌্যালেঞ্জিং হবে। প্লেয়ার হিসেবে বলতে পারি, পাকিস্তান সিরিজ আমার কাছে অতীত। আপনারা সবাই জানেন, ভারত বড় টিম। বড় দল। এবং পাকিস্তানের বিরুদ্ধে যে বলে খেলা হয়েছিল, তার চেয়ে ভিন্ন বলে ভারতের বিরুদ্ধে খেলতে হবে আমাদের। যে বলে আমরা খুব বেশি খেলি না। যাক গে। আমাদের প্লেয়াররা পরিশ্রম করছে। এবার দেখা যাক।’’

[আরও পড়ুন: পুড়িয়ে মেরেছেন অলিম্পিয়ান প্রেমিকাকে, চারদিন পরে আগুনে ঝলসে মৃত্যু যুবকের]

পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে টেস্ট জেতানোর পর লিটনকে নিয়ে স্বতন্ত্র আগ্রহের একটা জায়গা তৈরি হয়ে গিয়েছে। যা পদ্মাপারের ব‌্যাটার উপভোগই করছেন। দেশজ সাংবাদিকদের তিনি বলেছেন, ‘‘আমার কাছে এটা মোটিভেশন। ভালো খেললে, নামডাক হবে আপনার। দু’টো লোক চিনবে। এর থেকে ভালো তো কিছু আর হতে পারে না। তবে আবারও বলছি, ভারত বড় দল। কিন্তু টেস্ট ক্রিকেটে আমরাও উন্নতি করেছি। শুধু এবার আমাদের সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে।’’

সাদা বলের ক্রিকেটে সাধারণত ওপেন করেন লিটন। কিন্তু টেস্টে তাঁকে নামতে হচ্ছে মিডল অর্ডারে। অনেক সময়ই লোয়ার মিডল অর্ডারের ব‌্যাটারদের সঙ্গী করে খেলতে হচ্ছে। সেটা কি বাড়তি চাপের? জবাবে এবার লিটন বলেন, ‘‘দেখুন, চাপ কোথায় নেই? শুধু ওপেন করলে চাপ, আর ছ’নম্বরে ব‌্যাট করতে নামলে চাপ নেই, এমন তো নয়। তা ছাড়া আমার চেয়েও ভালো ব‌্যাটার লোয়ার অর্ডারে আছে। যেমন মিরাজ (মেহদি হাসান মিরাজ)। চাপ তাই নয়। আমি বরং বলব, টেস্ট এমন একটা খেলা, যেখানে প্রচুর সময় থাকে। আপনার হাতে পুরো দিনটা থাকে কাজে লাগানোর। তাই চাপ নিচ্ছি না। বরং যে ভাবে খেলে এসেছি এত দিন, ট্রেনিং করেছি এত দিন, সে ভাবেই সব কিছু করার চেষ্টা করছি।’’

[আরও পড়ুন: ক্রিকেটারদের পানীয় বাথরুমের জল! নয়ডায় আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টে চূড়ান্ত ভোগান্তি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ সিরিজ। প্রথম টেস্ট চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্ট হবে কানপুরে।
  • পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে টেস্ট জেতানোর পর লিটনকে নিয়ে স্বতন্ত্র আগ্রহের একটা জায়গা তৈরি হয়ে গিয়েছে। যা পদ্মাপারের ব‌্যাটার উপভোগই করছেন।
  • সাদা বলের ক্রিকেটে সাধারণত ওপেন করেন লিটন। কিন্তু টেস্টে তাঁকে নামতে হচ্ছে মিডল অর্ডারে।
Advertisement